রেশমি দেসাই | |
---|---|
জন্ম | দিব্য দেসাই[১] ১৩ ফেব্রুয়ারি ১৯৮৬[২] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা |
|
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
পরিচিতির কারণ | উত্তরন দিল সে দিল তাক বিগ বস ১৩ |
দাম্পত্য সঙ্গী | নন্দিশ সন্ধু (বি. ২০১২; বিচ্ছেদ. ২০১৫) |
রেশমি দেসাই একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি উত্তররন ধারাবাহিকে তপস্যা এবং দিল সে দিল তাক ধারাবাহিকে সর্বরি চরিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত। তিনি ঝলক দিখলা যা, ফিয়ার ফ্যাক্টর: খাত্র কি খিলাড়ি, এবং নাচ বালিয়ের মত রিয়ালিটি শো'গুলোতে অংশ নিয়েছেন।[৩] ২০১৯ সালে তিনি রিয়ালিটি শো বিগ বস ১৩-তে অংশগ্রহণ করেন। সেখানে তিনি তৃতীয় রানার আপ হিসাবে প্রতিযোগিতা শেষ করেন।[৪]
২০১৮ সালের হিসাব অনুযায়ী তিনি ভারতের সর্ব্বোচ্চ আয় করা টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে একজন।[৫]
ছোটকাল থেকেই অভিনয়কে পেশা হিসাবে নেওয়া দেসাই সোনি টিভিতে মিট মিলাদে রাব্বা ধারাবাহিকে অভিনয় করার পর জি টিভিতে রাবণ ধারাবাহিকে প্রথম সফলতা পান এবং ২০০৮ সাল থেকে কালার্স টিভিতে উত্তরণ ধারাবাহিকে অভিনয় করা শুরু করেন। ২০১২ সালের মার্চে উত্তরণ থেকে বেরিয়ে যান এবং তিনি মনে করেন এরপর থেকে তিনি আর বয়স্ক চরিত্রে অভিনয় করবেন না।[৬] ২০১২ সালের ৭ নভেম্বর তিনি উত্তরণে ইতিবাচক চরিত্রে আবার ফিরে আসেন।[৭] দেসাই পরি হু মেসহ অন্যান্য ধারাবাহিকেও অভিনয় করেছেন। তিনি শুস...ফির কোয়ি হে ধারাবাহিকের কয়েকটি পর্বে এবং ক্রাইম পেট্রোলে অভিনয় করেছেন। এছাড়া তিনি রিয়ালিটি অনুষ্ঠান কমেডি সার্কাস, মহা সংগ্রাম, জারা নাচকে দিখা, বিগ মানি, কিচেন চ্যাম্পিয়ন সিজন ২, কমেডি কা মহা মাকাবালা এবং ঝলক দিখলা যা-তে অংশগ্রহণ করেছিলেন। দেসাই কালার্স টিভিতে সম্প্রচারিত হওয়া নৃত্য বিষয়ক রিয়ালিটি অনুষ্ঠান ঝলক দিখলা যা ৫-সহ কয়েকটি নৃত্য প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।[৮] অনুষ্ঠানটিতে তিনি তার গর্ভপাত নিয়ে কথা বলেন এবং এতে অন্যান্য প্রতিযোগীরা মনে করেন তিনি সহানুভুতি পাওয়ার জন্য এমনটি করেছিলেন।[৯][১০] এছাড়াও শেখর সুমনের উপস্থাপনায় মুভারস অ্যান্ড শেখরস মাসালা মারকে অনুষ্ঠানে দেখা যায়।[১১] ২০১৫ সালে দেসাই ফিয়ার ফ্যাক্টর: খাত্র কি খেল অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু বাদ পড়ে যান। পরবর্তীতে তাকে ওয়াইল্ড কার্ড হিসাবে অনুষ্ঠানটিতে ফিরিয়ে আনা হয়। এরপর তিনি তার স্বামী নন্দিশ সন্ধুর সাথে নাচ বালিয়ে ৭ প্রতিযোগিতায় অংশ নেন, যেখানে তারা ফাইনালে পৌছেছিলেন। এছাড়াও দেসাইকে ইশক্ কা রং সাফেদ এবং অধুরি কাহানি হামারি ধারাবাহিকে দেখা যায়। ২০১৭ সালে তিনি নাট্যধর্মী ধারাবাহিক দিল সে দিল তাক স্বরবরি ভানুশালী চরিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে দেসাই রিয়ালিটি অনুষ্ঠান বিগ বস ১৩-তে অংশ নেন। তিনি তৃতীয় রানার আপ ও সর্ব্বোচ্চ আয় করা প্রতিযোগী হিসাবে প্রতিযোগিতাটি শেষ করেন।[১২][১৩][১৪]
২০২০ সালের শুরুর দিকে তাকে কালার্স টিভির রিয়ালিটি ধারাবাহিক অনুষ্ঠান মুজসে শাদি করোগির কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসাবে দেখা যায়।[১৫]
দেসাই একজন গুজরাটি।[১৬] গৌরব দেসাই নামে তার এক ভাই রয়েছে।[১৭] ধোলপুরে ২০১২ সালের ১২ই ফেব্রুয়ারি দেসাই উত্তরণে তার সহ-অভিনেতা নন্দিশ সন্ধুকে বিয়ে করেন।[১৮] ২০১৪ সালে তারা আলাদা হন এবং বিয়ের প্রায় ৪ বছর পর ২০১৫ সালে তারা বিবাহ বিচ্ছেদ করেন।[১৯]
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য | ভাষা |
---|---|---|---|---|
২০০২ | কন্যাদান | নিজে | খন্ডাংশ | অসমীয়া |
২০০৪ | ইয়ে লামহে জুদাই কি | শীতল | হিন্দি | |
বালমা বাড়া নাদান | — | ভোজপুরি | ||
হাম বলভ্রমা চারি তু কন্যা কুমারি | ||||
২০০৫ | গজব ভাইল রামা | |||
কাম হোই গাউনা হামার | ||||
নাদিয়া কি তীর | ||||
২০০৬ | বাম্বাই কি লায়লা ছাপরা কা ছায়লা | |||
গব্বার সিং | ||||
কাবলে আয়ি বাহার | ||||
কঙ্গনা কাহাকে পিয়াকে আঙ্গনা | ||||
পাপ্পু কি পেয়ার হো গায়িল | ||||
সাথি সংহতি | ||||
তুহসে পেয়ার বা | ||||
২০০৭ | দুলহা বাবু | |||
২০০৮ | বন্ধন টুটে না | |||
পেয়ার জাব কেহু সে হো জালা | ||||
শহর ওয়ালি জান মারেলি | ||||
২০০৯ | হাম হে গাওয়ার | |||
২০১০ | সোহাগান বানা দা সাজানা হামার | |||
উমারিয়া কাইলি তোহরে নাম | ||||
২০১৩ | দাবাঙ্গ ২ | বধু | "দাবাঙ্গ রে" গানে সংক্ষিপ্ত উপস্থিতি | হিন্দি |
২০১৭ | সুপারস্টার | অঞ্জলী কাপাড়িয়া | গুজরাটি | |
২০১৭ | সিক্স এক্স | সীতা ভরদ্বাজ | মুক্তি পায়নি | হিন্দি |
বছর | অনুষ্ঠান | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০০৬–২০০৮ | রাবণ | মন্দোদারী | জি টিভি |
২০০৮ | পরি হু মে | নিকি/পরি | স্টার ওয়ান |
শুস...ফির কোয়ি হে | মোনা | ||
২০০৯–২০১৪ | উত্তরণ | তাপাসীয়া রাথোড় | কালর্স টিভি |
২০১০ | মিঠি ছোরি নম্বর ১ | অংশগ্রহণকারী | ইমাজিন টিভি |
২০১১ | কমেডি কা মহা মুকাবালা | স্টার প্লাস | |
২০১২ | কাহানি কমেডে সার্কাস কি | সোনি টিভি | |
হান্টেড নাইটস | শিবানী | সাহারা ওয়ান | |
ঝলক দিখলা যা ৫ | রানার আপ | কালার্স টিভি | |
২০১৩ | কমেডি নাইটস উইথ কপিল | অতিথি | |
২০১৪ | সাবধান ইন্ডিয়া | মাতা | লাইফ ওকে |
২০১৫ | নাচ ভালিয়ে ৭ | রানার আপ | স্টার প্লাস |
ফিয়ার ফ্যাক্টর: খাত্র কি খিলাড়ি ৬ | প্রতিযোগী | কালার্স টিভি | |
ইশক কা রং সাফেদ | তুলসী | ||
২০১৬ | অধুরি কাহানী হামারি | প্রিতী | অ্যান্ড টিভি |
কমেডি নাইটস লাইভ | অংশগ্রহণকারী | কালার্স টিভি | |
২০১৭–২০১৮ | দিল সপ দিল তাক | স্বরোবরি ভানুশালী | |
২০১৯–২০২০ | বিগ বস ১৩ | ||
২০২০ | মুজে শাদি কারোগী | নিজে/ অতিথি |
বছর | পুরস্কার | বিভাগ | অনুষ্ঠান | ফলাফল |
---|---|---|---|---|
২০০৯ | ইন্ডিয়ান টেলি এ্যাওয়ার্ডস | বেস্ট অ্যাক্টর ইন ন্যাগেটিভ রোল (ফিমেল) | উত্তরণ | মনোনীত |
২০১০ | ইন্ডিয়ান টেলিভিশন একাডেমী এ্যাওয়ার্ডস | বেস্ট অ্যাক্ট্রেস (পপুলার) | বিজয়ী[২০] | |
ইন্ডিয়ান টেলি এ্যাওয়ার্ডস | মোস্ট পপুলার অ্যাক্টর ন্যাগেটিভ (ফিমেল) | বিজয়ী | ||
গোল্ড এ্যাওয়ার্ডস | বপস্ট অ্যাক্ট্রেস ইন ন্যাগপটিভ রোল | বিজয়ী | ||
বিগ স্টার এন্টারনেইনমেন্ট এ্যাওয়ার্ডস | বেস্ট টেলিভিশন অ্যাক্টর (ফিমেল) | বিজয়ী | ||
২০১১ | গোল্ড এ্যাওয়ার্ডস | বেস্ট অ্যাক্ট্রেস ইন ন্যাগেটিভ রোল | বিজয়ী | |
বেস্ট অ্যাক্ট্রেস ইন ন্যাগেটিভ রোল | বিজয়ী | |||
অপ্শরা এ্যাওয়ার্ডস | বেস্ট অ্যাক্ট্রেস ইন ন্যাগেটিভ রোল | বিজয়ী | ||
বিগ টেলিভিশন এ্যাওয়ার্ডস | বিগ নামকিন ক্যারপক্টার ফিমেল (ফিকশন) | বিজয়ী | ||
বিগ খাতারনাক ক্যারেক্টার ফিমেল (ফিকশন) | মনোনীত | |||
২০১২ | অপ্শরা এ্যাওয়ার্ডস | বেস্ট এ্যাক্ট্রেস | মনোনীত |