রেশম টিপনিস

রেশম টিপনিস
জন্ম১৯৭২/১৯৭৩ (৫০–৫২ বছর)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৩-বর্তমান
পরিচিতির কারণবিগ বস মারাঠি ১
সাহেব বিবি আউর বস
দাম্পত্য সঙ্গীসঞ্জীব শেঠ (বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০৪)

রেশম টিপনিস একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি ১৯৯৩ শাহরুখ খান অভিনীত বাজিগার ছবিতে অঞ্জলি সিনহা নামক ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন। এর আগে তিনি লাইফ ওকে তে দো দিল দিল এক জানা ধারাবাহিকে সরোজ চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সাতারঙ্গি সাসুরালে ববিতার ভূমিকায় অভিনয় করেছিলেন। এমনকি তিনি কিছু মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তিনি ২০১৮ সালে বিগ বস মারাঠি ১ রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন।[][][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

টিপনিস ১৯৯৩ সালে ২০ বছর বয়সে অভিনেতা সঞ্জীব শেঠ কে বিয়ে করেন কিন্তু তাদের মধ্যে ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায়। ঋষিকা এবং মানব নামে তাঁদের ২ টি সন্তান আছে। ২০১৮ সালে তিনি সন্দেশ কীর্তিকার সাথে সম্পর্কে আসেন।

ধারাবাহিক

[সম্পাদনা]
ধারাবাহিক ভাষা চরিত্র সূত্র
কারিশমা নাতাশা
শতরঞ্জি শাশুরাল ববিতা
তু তু মে মে গুড্ডি
হাফ মেরেজ জানকি
বিগ বস মারাঠি ১ মারাঠি প্রতিযোগী
আসল পাহানে ইরসাল নামুনাব নিজেই
এক টপ্পা আউট বিচারক
একদম কড়াক নিজেই
বিগ বস মারাঠি ২
কুছ তো হ্যা: নাগিন এক নয়ে রং মে হিন্দি প্রিয়ার মা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Marathi actresses celebrate friendship - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  2. "Resham and Sanjeev"The Times of India (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  3. "I regret my divorce: Resham Tipnis - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]