পূর্ণ নাম | লে রেসিং ক্লাব দে লঁস | |||
---|---|---|---|---|
ডাকনাম | সঁ এত অর (রক্ত এবং সোনালি) | |||
প্রতিষ্ঠিত | ১৯০৬ | |||
মাঠ | স্তাদ বোলার্ত-দেলেলিস | |||
ধারণক্ষমতা | ৩৮,২২৩ | |||
মালিক | অ্যাম্বার ক্যাপিটাল এলপি | |||
সভাপতি | জোসেফ উগোলিয়ঁ | |||
প্রধান কোচ | ফ্রাংক হাইসে | |||
লিগ | লীগ ১ | |||
২০১৯–২০ | ২য় (উন্নীত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
লে রেসিং ক্লাব দে লঁস (ফরাসি উচ্চারণ: [ʁasiŋ klœb də lɑ̃s]; সাধারণত রেসিং ক্লাব লঁস, আরসি লঁস অথবা শুধুমাত্র লঁস নামে পরিচিত) হচ্ছে পা দে কালের লঁস ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। রেসিং ক্লাব লঁস তাদের সকল হোম ম্যাচ লঁসের স্তাদ বোলার্ত-দেলেলিসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৮,২২৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রাংক হাইসে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জোসেফ উগোলিয়ঁ। ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় ইয়ানিক কেউজাক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।