রোজম্যারি হ্যারিস

রোজম্যারি হ্যারিস
Rosemary Harris
২০০৭ সালে স্পাইডার-ম্যান ৩-এর উদ্বোধনী প্রদর্শনীতে হ্যারিস
জন্ম
রোজম্যারি অ্যান হ্যারিস

(1927-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯২৭ (বয়স ৯৭)
মাতৃশিক্ষায়তনরয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৮-২০১৫
দাম্পত্য সঙ্গী

রোজম্যারি অ্যান হ্যারিস (ইংরেজি: Rosemary Ann Harris; জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯২৭)[] হলেন একজন ইংরেজ অভিনেত্রী। ১৯৪৮ সালে তিনি মঞ্চে তার অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৫২ সালে ব্রডওয়ে মঞ্চে তার অভিষেক হয়। নিউ ইয়র্ক মঞ্চে তার কাজের জন্য তিনি চারবার ড্রামা ডেস্ক পুরস্কার জয় করেন এবং নয়বার টনি পুরস্কারের মনোনয়ন হতে দ্য লায়ন ইন উইন্টার নাটকে অভিনয়ের জন্য একবার মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এই পুরস্কার লাভ করেন। ১৯৮৬ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়।

টেলিভিশনে তিনি ১৯৭৪ সালের টিভি ধারাবাহিক নটরিয়াস ওম্যান-এ অভিনয় করে একটি এমি পুরস্কার লাভ করেন এবং ১৯৭৮ সালের মিনি ধারাবাহিক হলোকাস্ট-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে তিনি ১৯৮৩ সালের দ্য প্লাউম্যান্‌স লাঞ্চ-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৯৪ সালের টম অ্যান্ড ভিভ-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হ্যারিস ১৯২৭ সালের ১৯শে সেপ্টেম্বর সাফোকের অ্যাশবিতে জন্মগ্রহণ করেন।[] তার মাতা ইনিড মোড ফ্রান্সেস (জন্ম ক্যাম্পিয়ন) এবং পিতা স্ট্যাফোর্ড বার্কলি হ্যারিস।[] তার পূর্বপুরুষদের একজন হাবসবার্গ রাজতন্ত্রের (বর্তমান রোমানিয়া) ক্রনস্টাটের অধিবাসী ছিলেন।[][] তার পিতার রাজকীয় বিমান বাহিনীতে চাকরির জন্য হ্যারিসের শৈশব কাটে ভারতে[][][] তিনি কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন এবং পরে ১৯৫১ থেকে ১৯৫২ সালে রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে পড়াশোনা করেন।[][১০]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

হ্যারিস ১৯৫৯ সালে অভিনেতা ও পরিচালক এলিস র‍্যাবকে বিয়ে করেন। ১৯৬৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ১৯৬৭ সালে তিনি লেখক জন ইলিকে বিয়ে করেন। তাদের কন্যা জেনিফার ইলি ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। জেনিফারও তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে চলচ্চিত্র, টেলিভিশন ও ব্রডওয়ে মঞ্চে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।[১১] হ্যারি র‍্যানসম সেন্টারে প্রদর্শন কলা সংকলনের একটি অংশ হ্যারিস' আর্কাইভ, যেখানে তার পাণ্ডুলিপি, চিত্রশালা, পোস্টার, চিঠিপত্র, প্লেবিল ও অন্যান্য বস্তু রয়েছে।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rosemary Harris Biography (1930?-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Harris, Rosemary (1927–)"এনসাইক্লোপিডিয়া.কমসেনগেজ। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  3. "Rosemary Harris"ইয়াহু! মুভিজ। ১১ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  4. "Rosemary Harris and the Picture: Madonna of the Slaughtered Jews"Nmia.com। ১৫ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  5. "Hollywood made in Romania (partea a II-a)"eroiiromanieichic.ro। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  6. "Interview with Actor Rosemary Harris"ব্রডওয়ে ওয়ার্ল্ড। ৯ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  7. রোজেনফেল্ড, মেগান (৩০ মার্চ ১৯৮৬)। "Rosemary Harris, Blissfully"দ্য ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  8. ওয়েলশ, অ্যান ম্যারি (২৯ সেপ্টেম্বর ২০০৭)। "Six decades on, Rosemary Harris's career is still in the 'Pink'"দ্য সান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  9. হিশাক, টমাস এস. (২০০১)। American Theatre: A Chronicle of Comedy and Drama, 1969–2000অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ৯৬। আইএসবিএন 978-0-19-512347-0 
  10. গাসো, মেল (২৭ মে ১৯৯৬)। "For Rosemary Harris, A Delicate Balance Of Her Art and Life"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  11. কাভানা, জুলি; এভডন, রিচার্ড (১৩ মে ১৯৯৬)। "Chameleons"দ্য নিউ ইয়র্কার। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  12. "Research Guide: Harry Ransom Center"hrc.utexas.edu। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]