এজিয়াস বোল | |||||
স্টেডিয়ামের তথ্যাবলি | |||||
---|---|---|---|---|---|
অবস্থান | ওয়েস্ট এন্ড, হ্যাম্পশায়ার | ||||
দেশ | ইংল্যান্ড | ||||
স্থানাঙ্ক | ৫০°৫৫′২৬″ উত্তর ১°১৯′১৯″ পশ্চিম / ৫০.৯২৪০° উত্তর ১.৩২১৯° পশ্চিম | ||||
প্রতিষ্ঠা | ২০০১ | ||||
ধারণক্ষমতা | ১৫,০০০ (অস্থায়ী আসনে নিয়ে ২৫,০০০) | ||||
স্বত্ত্বাধিকারী | ইস্টলেই বোরা কাউন্সিল | ||||
প্রান্তসমূহ | |||||
প্যাভিলিয়ন এন্ড নর্দার্ন এন্ড | |||||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||||
একমাত্র পুরুষ টেস্ট | ১৬-২০ জুন ২০১১: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ||||
প্রথম পুরুষ ওডিআই | ১০ জুলাই ২০০৩: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে | ||||
সর্বশেষ পুরুষ ওডিআই | ২ জুন ২০১৩: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | ||||
ঘরোয়া দলের তথ্য | |||||
| |||||
২৩ জানুয়ারি ২০১২ অনুযায়ী উৎস: মাঠের বিবরণ |
দ্য রোজ বোল ইংল্যান্ডের হ্যাম্পশায়ার কাউন্টির ওয়েস্ট এন্ডে অবস্থিত একটি ক্রিকেট মাঠ। ব্যবসায়িক প্রচারস্বত্ত্বের কারণে স্টেডিয়ামটি এজিয়াস বোল নামে পরিচিত। হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান অনুশীলনী মাঠ এটি। দলটি ২০০১ সাল থেকে এ মাঠ খেলে আসছে। ১৮৮৫ সালের সাউদাম্পটনের কাউন্টি গ্রাউন্ড থেকে স্থানান্তরিত হয়ে হ্যাম্পশায়ার দল এ মাঠ নির্মাণ করে। ৯-১১ মে, ২০০১ তারিখে ওরচেস্টারশায়ারের বিপক্ষে এখানে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করে হ্যাম্পশায়ার দল। এতে স্বাগতিক দলটি ১২৪ রানের ব্যবধানে জয়ী হয়েছিল। এরপর থেকেই একদিনের আন্তর্জাতিকসহ আন্তর্জাতিক ক্রিকেট খেলা নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। তন্মধ্যে ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতার বেশ কয়েকটি খেলা আয়োজনের দায়িত্ব পায় রোজ বোল কর্তৃপক্ষ। দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলাও অনুষ্ঠিত হয়েছে এখানে। ২০১১ সালে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট খেলা অনুষ্ঠিত হয়।