রোম মেট্রো Metropolitana di Roma মেত্রোপোলিতানা দি রোমা | |||
---|---|---|---|
| |||
সংক্ষিপ্ত বিবরণ | |||
অবস্থান | রোম, ইতালি | ||
পরিবহনের ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা | ||
লাইনের (চক্রপথের) সংখ্যা | ৩ [১] | ||
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ৭৩ [১][২][টীকা ১] | ||
বাৎসরিক যাত্রীসংখ্যা | ২৭ কোটি ৯০ লক্ষ (২০১২)[১] | ||
চলাচল | |||
চালুর তারিখ | ৯ ফেব্রুয়ারি ১৯৫৫ | ||
পরিচালক সংস্থা | ATAC | ||
একক গাড়ির সংখ্যা | ৮৩টি রেলগাড়ি[১] | ||
কারিগরি তথ্য | |||
মোট রেলপথের দৈর্ঘ্য | ৬০.০ কিমি (৩৭.৩ মা)[১][২][৩] | ||
রেলপথের গেজ | ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) (standard gauge) | ||
বিদ্যুতায়ন | Overhead lines | ||
|
রোম মেট্রো (ইতালীয়: Metropolitana di Roma) ইতালির রাজধানী রোম শহরকে সেবা প্রদানকারী দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। এটি ইতালির প্রাচীনতম এরকম ব্যবস্থা; ১৯৫৫ সালে এটিকে উদ্বোধন করা হয়। মেট্রোটি তিনটি লাইন বা চক্রপথ নিয়ে গঠিত - এ (কমলা), বি (নীল) এবং সি (সবুজ)। এগুলির মোট দৈর্ঘ্য ৬০.০ কিলোমিটার (৩৭.৩ মাইল)। ব্যবস্থাটিতে মোট ৭৩টি বিরতিস্থল বা স্টেশন আছে।[১][২][টীকা ১]