র্যনে ক্লেমঁ | |
---|---|
ফরাসি: René Clément | |
জন্ম | |
মৃত্যু | ১৭ মার্চ ১৯৯৬ | (বয়স ৮২)
মাতৃশিক্ষায়তন | একোল দে বোজ-আর |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৩৬-১৯৯৫ |
পুরস্কার | পূর্ণ তালিকা |
র্যনে ক্লেমঁ (১৮ মার্চ ১৯১৩ - ১৭ মার্চ ১৯৯৬) একজন ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।[১] তিনি লা বাতাই দ্যু রাই (১৯৪৬), জো আঁত্যরদি (১৯৫২), জেরভেজ (১৯৫৬), প্লাঁ সোলেই (১৯৬০), ও পারি ব্রুইল-তিল (১৯৬৬) চলচ্চিত্র পরিচালনার জন্য সুপরিচিত। তিনি পাঁচটি কান চলচ্চিত্র উৎসব পুরস্কার,[২] দুটি গোল্ডেন লায়ন, দুটি ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও সম্মানসূচক সেজার পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।
ক্লেমঁ ১৯১৩ সালের ১৮ই মার্চ ফ্রান্সের বর্দোতে জন্মগ্রহণ করেন। তিনি একোল দে বোজ-আরে স্থাপত্যশিল্প নিয়ে পড়াশোনা করেন, যেখান থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হন। ১৯৩৬ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র সোইনে তোন গোশ পরিচালনা করেন। ২০ মিনিট দীর্ঘ চলচ্চিত্রটির রচনা করেন এবং এতে অভিনয় করেন জাক তাতি।
ক্লেমঁ ১৯৯৬ সালের ১৭ই মার্চ তার ৮৩তম জন্মদিনের একদিন পূর্বে মৃত্যুবরণ করেন। তাকে ফরাসি রিভিয়েরার মঁতোঁর স্থানীয় সমাধিস্থলে সমাহিত করা হয়।
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৪৬ | কান চলচ্চিত্র উৎসব | আন্তর্জাতিক জুরি পুরস্কার | লা বাতাই দ্যু রাই | বিজয়ী | [২] |
শ্রেষ্ঠ পরিচালক | বিজয়ী | ||||
১৯৪৭ | শ্রেষ্ঠ রোমাঞ্চকর ও অপরাধ চলচ্চিত্র | লে মোদি | বিজয়ী | ||
১৯৪৯ | শ্রেষ্ঠ পরিচালক | ও-দেলা দে গ্রিই | বিজয়ী | ||
১৯৫২ | ভেনিস চলচ্চিত্র উৎসব | স্বর্ণ সিংহ | জো আঁত্যরদি | বিজয়ী | |
১৯৫২ | নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার | শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র | বিজয়ী | [৩] | |
১৯৫৪ | ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বিজয়ী | [৪] | |
১৯৫৪ | কান চলচ্চিত্র উৎসব | বিশেষ জুরি পুরস্কার | মঁসিয়ে রিপোয়া | বিজয়ী | [২] |
১৯৫৬ | ভেনিস চলচ্চিত্র উৎসব | ফিপরেস্কি পুরস্কার | জেরভেজ | বিজয়ী | |
১৯৫৭ | ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বিজয়ী | [৫] | |
১৯৫৭ | নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার | শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র | বিজয়ী | [৬] | |
১৯৭১ | গোল্ডেন গ্লোব পুরস্কার | শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র | ল্য পাসাজে দ্য লা প্লুই | বিজয়ী | [৭] |
১৯৮৪ | সেজার পুরস্কার | সম্মানসূচক সেজার | — | বিজয়ী |