লিন ফনট্যান | |
---|---|
Lynn Fontanne | |
জন্ম | লিলি লুইস ফনট্যান ৬ ডিসেম্বর ১৮৮৭ |
মৃত্যু | ৩০ জুলাই ১৯৮৩ জেনেসি ডিপো, উইসকনসিন, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৯৫)
অন্যান্য নাম | লিন লুন্ট |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯২১-১৯৮৩ |
দাম্পত্য সঙ্গী | আলফ্রেড লুন্ট (বি. ১৯২২; মৃ. ১৯৭৭) |
লিন ফনট্যান (/fɒnˈtæn/;[১] ৬ ডিসেম্বর ১৮৮৭ - ৩০ জুলাই ১৯৮৩) ছিলেন একজন ব্রিটিশ অভিনেত্রী। তিনি দ্য গার্ডসম্যান (১৯৩১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ফনট্যানকে বিংশ শতাব্দীর মার্কিন মঞ্চের সেরা প্রধান অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়।[২] তাকে ও তার স্বামী আলফ্রেড লুন্টকে ১৯৭০ সালে বিশেষ টনি পুরস্কারে সম্মানিত করা হয়। তাদের দুজনের নামানুসারে ব্রডওয়ের লুন্ট-ফনট্যান থিয়েটারের নামকরণ করা হয়। তারা দুজনেই ১৯৬৫ সালে এমি পুরস্কার অর্জন করেন।
ফনট্যান ১৮৮৭ সালের ৬ই ডিসেম্বর লন্ডনের উডফোর্ডে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম লিলি লুইস ফনট্যান। তিনি ফরাসি ও আইরিশ বংশোদ্ভূত। তার পিতা জুল ফনট্যান ও মাতা ফ্রান্সেস এলেন থর্নলি। তার দুই বোন ছিল, তাদের মধ্যে একজন পরবর্তীকালে ইংল্যান্ডে ও অপরজন নিউজিল্যান্ডে বসবাস করতেন।[৩]
ফনট্যান ১৯২২ সালে অভিনেতা আলফ্রেড লুন্টকে বিয়ে করেন। এই দম্পতির কোন সন্তান ছিল না।[৪]
লিন ফনট্যান ১৯৮৩ সালের ৩০শে জুলাই ৯৫ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উইসকনসিন অঙ্গরাজ্যের জেনেসি ডিপোর টেন চিমনিসে মৃত্যুবরণ করেন। তাকে উইসকনসিনের মিলওয়াউকির ফরেস্ট হোম সেমাট্রিতে তার স্বামী লুন্টের পাশে সমাহিত করা হয়।[৫]