ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লুইস কার্ল ডাঙ্ক | ||
জন্ম | ২১ নভেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | ব্রাইটন, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রাইটন | ||
জার্সি নম্বর | ৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩৪, ১৮ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুইস কার্ল ডাঙ্ক (ইংরেজি: Lewis Dunk; জন্ম: ২১ নভেম্বর ১৯৯১; লুইস ডাঙ্ক নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ডাঙ্ক ২০১৮ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
লুইস কার্ল ডাঙ্ক ১৯৯১ সালের ২১শে নভেম্বর তারিখে ইংল্যান্ডের ব্রাইটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১৮ | ১ | ০ |
সর্বমোট | ১ | ০ |