লুসিফার (চলচ্চিত্র)

লুসিফার
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকপৃথ্বীরাজ সুকুমারন
প্রযোজকঅ্যান্টনি পেরুম্বাবুর
রচয়িতামুরলি গোপী
শ্রেষ্ঠাংশেকুশীলব
সুরকারদীপক দেব
চিত্রগ্রাহকসুজিত বাসুদেব
সম্পাদকসমজিত মোহাম্মদ
প্রযোজনা
কোম্পানি
আশির্বাদ সিনেমাস
পরিবেশকম্যাক্সল্যাব সিনেমাস অ্যান্ড এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ২৮ মার্চ ২০১৯ (2019-03-28)
স্থিতিকাল১৭৪ মিনিট
দেশভারত
ভাষামালয়ালম
আয়২০০ কোটি[]

লুসিফার হল পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত ২০১৯ সালের ভারতীয় মালয়ালম ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন মুরলি গোপী। আশির্বাদ সিনেমাসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাবুর। এটি পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালিত প্রথম চলচ্চিত্র।[] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, মঞ্জু ওয়ারিয়ার, পৃথ্বীরাজ সুকুমারন, টবিনো টমাস, ইন্দ্রজিৎ সুকুমারন, সানিয়া আইয়াপ্পন, সাইকুমার, কলাভবন শাজন, ও নায়লা ঊষা। চলচ্চিত্রটির সুর করেছেন দীপক দেব এবং চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন সুজিত বাসুদেব।

কুশীলব

[সম্পাদনা]
  • মোহনলাল - স্টিফেন নেদুমপল্লি / কুরেশী আবরাম
  • বিবেক ওবেরয় - বিমল "ববি" নায়ার
  • মঞ্জু ওয়ারিয়ার - প্রিয়দর্শিনী "প্রিয়া" রামদাস
  • পৃথ্বীরাজ সুকুমারন - জায়েদ মাসুদ
  • টবিনো টমাস - যতীন রামদাস
  • ইন্দ্রজিৎ সুকুমারন - গোবর্ধন
  • সানিয়া ইয়াপ্পান - জাহ্নবী
  • সাইকুমার - মহেশ বর্মা
  • কলাভবন শাজন - আলোশি জোসেফ
  • নায়লা ঊষা - অরুন্ধতী
  • গিজু জন - সঞ্জীব
  • বাইজু সন্তোষ - মুরুগান
  • ফজিল - ফাদার নেদুমপল্লি
  • সচিন খেড়কর - পি. কে. রামদাস
  • সুরেশ চন্দ্র মেনন - আবদুল
  • শিবাজী গুরুবায়ুর - মেদায়িল রাজন
  • নন্দু - পি. এস. পীতাম্বরন
  • জন বিজয় - মায়িলবাহনম আইপিএস
  • অনিশ জি. মেনন - সুমেশ
  • কাইনাকারি থঙ্করাজ - নেদুমপল্লি কৃষ্ণন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mohanlal's Lucifer storms into Rs 200 crore club, first for Malayalam cinema"হিন্দুস্তান টাইমস। ৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০ 
  2. "Prithviraj makes his directorial debut with Lucifer"দি ইন্ডিয়ান এক্সপ্রেসপ্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ১৫ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]