মধ্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়াতে মানোনো দ্বীপের চারটি ছোট গ্রামের মধ্যে লেপুইয়া'ই একটি। গ্রামের জনসংখ্যা ১৮৩ জন।[১]
মানোনো দ্বীপের অন্যান্য গ্রামগুলি হল আপাই, ফালেউ এবং সালুয়া।
মানোনো দ্বীপের সমস্ত বসতি আইগা-ই-লে-তাইয়ের রাজনৈতিক জেলার মধ্যে পড়ে।[২]
মানোনো দ্বীপটি অ্যাপলিমা প্রণালীর তিনটি দ্বীপের মধ্যে একটি যা দেশের দুটি প্রধান দ্বীপ উপোলু এবং সাওয়াইকে আলাদা করে। প্রণালীর অন্যান্য দ্বীপগুলি হল অ্যাপোলিমা এবং নুউলোপার ক্ষুদ্র জনবসতিহীন দ্বীপ।