ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | Sankarlal Chakraborty[১] | ||
জন্ম | [২] | ১২ ডিসেম্বর ১৯৭৫||
জন্ম স্থান | Kolkata, India | ||
মাঠে অবস্থান | Midfielder, defender | ||
যুব পর্যায় | |||
TFA | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
1996–1997 | Mohun Bagan | ||
1997–2003 | East Bengal | ||
পরিচালিত দল | |||
2012–2014 | IFA Academy (assistant) | ||
2014–2018 | Mohun Bagan (assistant) | ||
2018–2019 | Mohun Bagan | ||
2019–2020 | Bhawanipore | ||
2020 | Mohammedan | ||
2021 | Bhawanipore | ||
2022–2023 | Sudeva Delhi | ||
2023–2024 | Bengaluru United | ||
2024 | Punjab FC | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
শঙ্করলাল চক্রবর্তী (জন্ম: ১২ ডিসেম্বর ১৯৭৫) একজন ভারতীয় পেশাদার ফুটবল কোচ এবং প্রাক্তন খেলোয়াড় । [৩]
শঙ্করলাল চক্রবর্তী একজন টাটা ফুটবল একাডেমির স্নাতক। ১৯৯৬ সালে তিনি মোহনবাগানে একজন ফুটবলার হিসেবে যোগ দেন। তিনি ইস্ট বেঙ্গল এফসির হয়েও খেলেছেন। ইস্টবেঙ্গল কেরিয়ারে ১৯৯৭ সালের আগস্টে কলকাতা ডার্বি চলাকালীন চিমা ওকোরিকে ট্যাকল করার সময় তার পা ভেঙে যায়। [৪] তিনি একজন মিডফিল্ডার ছিলেন। ২০০২-০৩ সালে গুরুতর আহত হওয়ার পর তার খেলোয়াড়ী জীবন শেষ হয়ে যায়। [৫]
২০১২ সালে তিনি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন।
প্রধান কোচ হিসেবে পদোন্নতির আগে তিনি ২০১৪ সাল থেকে মোহনবাগানে তার কোচিং কেরিয়ার চালিয়ে আসছিলেন। তিনি সুভাষ ভৌমিক এবং সঞ্জয় সেনের অধীনে সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। ২০১৭ সালে কলকাতা ফুটবল লিগের সময় তিনি মোহনবাগানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। [৬] ২০১৮ সালে সঞ্জয় সেনের স্থলাভিষিক্ত হয়ে তিনি আই-লিগে মোহনবাগানের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। [৭]
১৪ ডিসেম্বর ২০২২ তারিখে, সুদেবা দিল্লি আনুষ্ঠানিকভাবে চক্রবর্তীকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করে। মরশুম শেষ হওয়ার পর, ক্লাবটি আই-লিগ থেকে অবনমিত হয়। [৮] [৯]
৩ আগস্ট ২০২৩ এ বেঙ্গালুরু ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা চক্রবর্তীকে নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে। [১০]
ইস্টবেঙ্গল
পাঞ্জাব (আর)
টেমপ্লেট:Mohun Bagan Super Giant managersটেমপ্লেট:Mohammedan S.C. (Kolkata) managersটেমপ্লেট:Sudeva Delhi FC managers