শার্ল পেরো[১] (ফরাসি: Charles Perrault; ১৬২৮ – ১৭০৩) একজন ফরাসি কবি, সমালোচক, পণ্ডিত, রূপকথার লেখক ছিলেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৬২৮ সালে।
তার জীবদ্দশায় তিনি পান্ডিত্যের জন্য এতই বিখ্যাত ছিলেন যে ফরাসি একাডেমীর সদস্য পদ তাকে দেওয়া তো হয়ই, এমনকি তাকে এর কর্তাব্যক্তি হিসাবে গন্য করা হত। কিন্তু পৃথিবী জুড়ে তার খ্যাতির মূলে ছিলো তার লেখা কিছু রূপকথা। এসব রূপকথা ইউরোপের নানান দেশে লোকের মুখে মুখে ঘুরত। তিনিই প্রথম ব্যক্তি যিনি এগুলো সঙ্কলন করে ছোটদের বোধগম্য ভাষায় প্রকাশ করেন।
১৭০৩ সালে তিনি প্যারিস শহরে ৭৫ বছর বয়সে পরলোক গমন করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |