এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
শিবকুমার রাই | |
---|---|
शिवकुमार राई | |
![]() | |
জন্ম | [১] রেনক, সিকিম | ২৬ এপ্রিল ১৯১৯
মৃত্যু | ২২ জুলাই ১৯৯৫[১] | (বয়স ৭৬)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি, রাজনীতিবিদ |
পুরস্কার | সাহিত্য অকাদেমি পুরস্কার, আগম সিং গিরি স্মৃতি পুরস্কার |
শিবকুমার রাই (১৯১৯-১৯৯৫) ছিলেন একজন নেপালি ভাষার লেখক এবং দার্জিলিং, ভারতের রাজনীতিবিদ।[২][৩] তিনি ১৯৭৮ সালে তাঁর ছোটগল্প খহরে এর জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৫২ সালে উপমন্ত্রী হওয়ার পর তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গোর্খা মন্ত্রী ছিলেন।