শিব কোহ Shib Koh شیب کوه | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩২°০৮′২৯″ উত্তর ৬১°১২′৩৫″ পূর্ব / ৩২.১৪১৫° উত্তর ৬১.২০৯৬° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ফারাহ প্রদেশ |
জনসংখ্যা (২০১০)[১] | |
• মোট | ২২,৭০০ |
শিব কোহ আফগানিস্তানের ফারাহ প্রদেশের একটি জেলা। ২০০৫ সালের জানুয়ারীতে অনুষ্ঠিতব্য আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩২৫,০০০ জন এর মত। এখানকার জনসংখ্যা প্রায় ৭০% পশতুন এবং ১৫% তাজিক, অন্যান্য জাতিগত গোষ্ঠী সহ অন্যান্য সম্প্রদায়ের কিছু সংখ্যক লোকজন বসবাস করে থাকেন।[২] ২০১৭ সালের অক্টোবর তারিখে এই জেলাটি তালেবানের নিয়ন্ত্রণে আসে।