শ্বেতা তিওয়ারী | |
---|---|
জন্ম | [১][২] প্রতাপগড়, উত্তর প্রদেশ, ভারত[২] | ৪ অক্টোবর ১৯৮০
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, মডেল |
কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রাজা চৌধুরী (বি. ১৯৯৮; বিচ্ছেদ. ২০০৭) অভিনব কোহলী (বি. ২০১৩; পৃথক ২০১৯) |
সন্তান | ২ |
শ্বেতা তিওয়ারী (জন্ম: ৪ অক্টোবর ১৯৮০) হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি হিন্দি চ্যানেল স্টার প্লাস এর ২০০১ সালে শুরু হওয়া ধারাবাহিক নাটক কাসৌটি যিন্দেগী কে তে প্রেরণা শর্মা নামক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন।[৪] শ্বেতা অভিনীত আরেকটি গুরুত্বপূর্ণ নাটক হলো পারভারিশ যেটা সনি টিভিতে ২০১১ থেকে ২০১৩ সালে প্রচারিত হতো।[৫]
১৯৯৮ সালে টেলিভিশন অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা। ২০০৭ সালে শ্বেতা বিয়ের মাত্র নয় বছরের মাথায় তালাকের আবেদন করেন।[৬] শ্বেতা রাজার বিরুদ্ধে অভিযোগ তোলেন বৈবাহিক ধর্ষণ এবং তাকে প্রায় প্রতিদিন মানসিক-শারীরিক নির্যাতনের।[৭][৮] রাজা এবং শ্বেতার পলক নামের একটি কন্যা হয়েছিলো যে এখন শ্বেতার সঙ্গেই থাকে।[৯]
২০১৩ সালে ১৩ জুলাই তিন বছর প্রেম করার পর বেকার পুরুষ অভিনব কোহলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা।[১০] ২০১৬ সালের ২৭শে নভেম্বর শ্বেতার একটি পুত্রসন্তান জন্ম লাভ করে।[১১][১২] ২০১৭ সাল থেকে অভিনব এবং শ্বেতার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।[১৩] ২০১৯ এর আগস্টে শ্বেতা মুম্বাই পুলিশের কাছে অভিনবের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে অভিনব পলককে থাপ্পড় মারে এবং মানসিক ভাবে অত্যাচার করে। এছাড়াও তিনি তার মেয়েকে অভিনব ধর্ষণ করতে চায় বলেও পুলিশের কাছে বলেন এবং অভিনবকে গ্রেফতার করে পুলিশ।[১৪][১৫]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০০৪ | মাধশী | তাব্বাসুম | হিন্দি | |
আবরা কা ডাবরা | শিবানী আর. সিং | |||
২০০৮ | ত্রিনেত্রা | নেপালি | ||
হামার সাঁইয়া হিন্দুস্তানি | ভোজপুরি | |||
কাব আইবু আঙানওয়া হামার | নায়না | |||
২০০৯ | আয়ে ভৌজি কে সিস্টার | |||
আপনি বোলি আপনা দেশ | সৎকার কৌর | পাঞ্জাবি | ||
দেবরু | কন্নড় | অতিথি | ||
২০১০ | বেনি অ্যান্ড বাবলু | শীনা | হিন্দি | |
২০১১ | বিন বুলায়ে বারাতি | রাজ্জো / রসি | ||
মিলে না মিলে হাম | আইটেম নাম্বার[১৬] | |||
২০১২ | মেরেড ২ আমেরিকা | প্রতাপ সিংয়ের স্ত্রী | ||
ইয়েদ্যানচী যাত্রা | মারাঠি | অতিথি | ||
২০১৪ | সুলতানী | উর্দু |
বছর | ধারাবাহিক | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০২২ | ইন্ডিয়ান পুলিশ ফোর্স | ঘোষিত হবে | হিন্দি | চিত্রায়ণ |
বছর | সঙ্গীত | সঙ্গীত শিল্পী | সূত্র |
---|---|---|---|
২০২২ | জাদু মে তেরে কোল সি | রাজ বর্মণ | [১৭] |