শ্বেতা মোহন

শ্বেতা মোহন
২০১৩ সালে শ্বেতা
জন্ম
পেশানেপথ্য সঙ্গীতশিল্পী
কর্মজীবন২০০৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীঅশ্বিন (বি. ২০১১)
সন্তান
পিতা-মাতাকৃষ্ণ মোহন (পিতা)
সুজাতা মোহন (মাতা)
সঙ্গীত কর্মজীবন
ধরননেপথ্য সঙ্গীত
বাদ্যযন্ত্রকণ্ঠ, পিয়ানো[]
ওয়েবসাইটshwetamohan.com

শ্বেতা মোহন হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি মূলত দক্ষিণ ভারতীয় ভাষা, তথা মালয়ালম, তামিল, তেলুগু, কন্নড় ভাষার পাশাপাশি হিন্দি ভাষার চলচ্চিত্র ও অ্যালবামের গানে কণ্ঠ দিয়ে থাকেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি চারটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, একটি কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও একটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শ্বেতা মোহন তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে এক মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা হলেন কৃষ্ণ মোহন, এবং মাতা সুজাতা মোহন একজন নেপথ্য সঙ্গীতশিল্পী।[] তিনি চেন্নাইয়ের গুড শেপার্ড কনভেন্টে পড়াশোনা করেন এবং পরে চেন্নাইয়ের স্টেলা ম্যারিস কলেজে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।[]

বিদ্যালয়ে পড়াকালীন তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতেন। সে সময়ে তাঁর পিতামাতা, বিশেষ করে তাঁর মা তাঁর গান গাওয়াকে নিরুৎসাহিত করতেন। কিন্তু দশম শ্রেণিতে পড়াকালীন তিনি আন্তঃবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার জয় করতে থাকলে তাঁর পিতামাতা বুঝতে পারেন গান গাওয়ার জন্য তাঁর কণ্ঠ উপযুক্ত। তখন থেকে শ্বেতা নিয়মিত অনুশীলন করতেন এবং পরে সঙ্গীতশিল্পী কে. এস. চিত্রা তাঁকে তাঁর সঙ্গীত গুরু বিন্নি কৃষ্ণকুমারের নিকট নিয়ে যান।[] কৃষ্ণকুমারের অধীনে তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের তালিম নেন।[] এছাড়া তিনি গুলাম নিয়াজ খানের নিকট হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত এবং অগাস্টিন পলের নিকট পশ্চিমী ধ্রুপদী সংগীতের প্রশিক্ষণ নেন।[] তিনি এ আর রহমানের সুরে বম্বে (১৯৯৫) চলচ্চিত্রে "কুচি কুচি রাকমা" গানে শিশুদের সমবেত দলের অংশ ছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]
সঙ্গীত পরিবেশনরত শ্বেতা

চলচ্চিত্রের জন্য শ্বেতার গাওয়া প্রথম পূর্ণাঙ্গ গান ছিল কার্তিক রাজার সুরে থ্রি রোজেস (২০০৩) চলচ্চিত্রে।[] ২০০৭ সালে তিনি নিবেদ্যম চলচ্চিত্রে "কোলা কুজল" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সঙ্গীত পরিচালক জয়চন্দ্রন চেয়েছিলেন গানটিতে তাঁর মা সুজাতা কণ্ঠ প্রদান করুন, কিন্তু শ্বেতা তাঁর ডেমো কাজ পাঠালে তাঁকেই এই গানটি গাওয়ার জন্য নির্বাচন করা হয়।[]

তিনি কন্নড় ভাষার সাইজনি চলচ্চিত্রে "লাভলি লন্ডন", আরামানে (২০০৮) চলচ্চিত্রে "পাত্রা বারেয়ালা", ও গানা বাজানা (২০১০) চলচ্চিত্রে হোসাদোন্দু হেসারিদু" গানে কণ্ঠ দেন।[]

২০১২ সালে তিনি সিঙ্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক তামিল চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ নারী সঙ্গীতশিল্পী জুরি পুরস্কার অর্জন করেন।[] তিনি বলিউডের ডেভিড (২০১৩) চলচ্চিত্রে অনিরুদ্ধ রবিচন্দরের সুরে "ইউ হি রে" গানে কণ্ঠ দেন।[] সাই কৃষ্ণের পরিচালিত প্রথম চলচ্চিত্র স্যান্ডেলউড (২০১৪)-এ কন্নড় ভাষার "শুরুবায়িতু মুদ্দাদা" গানে তার কণ্ঠ শোনা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক পর্যালোচনা লাভ করে।[]

২০১৭ সালে তিনি ২০১১ সালের একাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ প্রদানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[]

২০১৮ সালের বিশ্ব সঙ্গীত দিবসে শ্বেতার প্রথম ইন্ডি ধারার দ্বি-ভাষী গান "ইয়াবাদুম এনাভে (তামিল)/সব মেরা হ্যাঁয় (হিন্দি)" প্রকাশিত হয়।[১০] বেনেট রোলান্ডের সুরায়োজনে এই গানটি প্রকাশের পরপরই বিভিন্ন জনপ্রিয় চার্টে শীর্ষ স্থান দখল করে।[১১]

২০১৯ সালে তিনি শঙ্কর-এহসান-লায়ের সুরে বহু-ভাষিক সাহো চলচ্চিত্রে "বেবি ওন্ট ইউ টেল মি" গানের তেলুগু, তামিল ও হিন্দি সংস্করণে সিদ্ধার্থ মহাদেবনশঙ্কর মহাদেবনের সাথে কণ্ঠ দেন[১২] এবং সঞ্জীব টি'য়ের সুরের তাঁর সাথে দ্বৈত কণ্ঠে মালয়ালম ভাষার মনোহরণ চলচ্চিত্রের "কিনাবো" গানে কণ্ঠ দেন।[১৩]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ২০১১ সালের ১৬ জানুয়ারি কোচিতে তাঁর দীর্ঘদিনের প্রেমিক অশ্বিন শশীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] অশ্বিন বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রনিক্সে চাকুরি করেন। তাঁদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৩ সালের জুলাই মাসে। অশ্বিনের বোন আরতি শ্বেতার স্টেলা ম্যারিস কলেজের সহপাঠি ছিলেন।[] তাঁদের একমাত্র কন্যা ২০১৭ সালের ১লা ডিসেম্বর জন্মগ্রহণ করে।[১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বিজয়কুমার, সিন্ধু (৩০ জানুয়ারি ২০১০)। "Shweta Mohan is happy"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  2. পৈতন্দি, প্রিয়দর্শিনী (১৩ আগস্ট ২০১০)। "On the same wavelength"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  3. "A timeless melody"দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৫ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  4. "I feel blessed to be a part of this tour"দ্য ইন্ডিয়ান সান (ইংরেজি ভাষায়)। ১০ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  5. "And Quiet Flows The Karamana: Two of a kind"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  6. আশরাফ, ফাতিমা (২৬ অক্টোবর ২০১৮)। "Indulge one-on-one: Singer Shweta Mohan and music director Augustine Paul talk about their personal journeys, collaborations, and future projects"ইনডালজ এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  7. লোকেশ, বিনয় (১০ ফেব্রুয়ারি ২০১৪)। "Shweta Mohan returns to Sandalwood - Times of India"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  8. রামানুজম, শ্রীনিবাস (৫ মার্চ ২০১২)। "Shweta Mohan bags award"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  9. "TN Govt. announces Tamil Film Awards for six years"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  10. শ্রীনিবাস, সিদ্ধার্থ (২৮ জুন ২০১৮)। "'I'm in a happy space now': Shweta Mohan releases her first indie single 'Yaavum Enadhe'"দ্য নিউজ মিনিট (ইংরেজি ভাষায়)। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  11. এম., অতিরা (২৮ জুন ২০১৮)। "Shweta Mohan releases her first indie song"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  12. ন্যায়পতি, নিশিতা (২৬ আগস্ট ২০১৯)। "'Baby Won't You Tell Me' from 'Saaho' is whimsical"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  13. ম্যাথিউস, অ্যানা (২১ সেপ্টেম্বর ২০১৯)। "Manoharam song has a slow, yet sexy lilt"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  14. "Singer Shweta Mohan blessed with a baby girl"মাত্রুভূমি (ইংরেজি ভাষায়)। ১ ডিসেম্বর ২০১৭। ২১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]