শ্রদ্ধা শাশীদার | |
---|---|
জন্ম | চেন্নাই, তামিলনাড়ু, ভারত | ৩ সেপ্টেম্বর ১৯৯৬
শিক্ষা | গণমাধ্যমে স্নাতক |
মাতৃশিক্ষায়তন | সোফিয়া কলেজ ফর উইমেন, মুম্বাই আর্মি পাবলিক স্কুল, দেওলালী, নাশিক সেন্ট জেভিয়ার্স স্কুল, ভাটিণ্ডা |
উপাধি | মিস দিভা - ২০১৭ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | কালো |
চোখের রং | কালো |
প্রধান প্রতিযোগিতা | মিস দিভা - ২০১৭ (Winner) মিস ইউনিভার্স ২০১৭ (Unplaced) |
শ্রদ্ধা শাশীদার (৩ সেপ্টেম্বর ১৯৯৬) ভারতীয় সুন্দরী প্রতিযোগিতা বিজয়ী মিস ডিভা - ২০১৭ জিতেছিলেন[১] তিনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতায় ভারত-এর প্রতিনিধিত্ব করেছিলেন।[২]
শ্রদ্ধা শাশীদার ভারতের চেন্নাইয়ের জন্মগ্রহণ করেন। তিনি আর্মি পাবলিক স্কুল, দেওলি, নাশিক স্কুলে পড়েন এবং মুম্বাইয়ের সোফিয়া কলেজে ভর্তি হন এবং গণমাধ্যমের উপর ডিগ্রি অর্জন করেন।[৩]
শ্রদ্ধা মিস ডিভা ইন্ডিয়া ২০১৭ শিরোপা জিতেন এবং ২০১৬-এর মিস ডিভা ইন্ডিয়া রোশমিথা হারিমুর্থী তাকে মুকুট পরিয়ে দেন।[৪][৫]
শ্রদ্ধা শাশীদার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।[৬]
পুরস্কার ও স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী রোশমিথা হারিমুর্থী |
মিস ইন্ডিয়া ইউনিভার্স মিস দিভা ২০১৭ |
উত্তরসূরী নেহাল চৌদাসম |
পূর্বসূরী রোশমিথা হারিমুর্থী |
মিস দিভা ২০১৭ মিস দিভা ২০১৭ |
উত্তরসূরী নেহাল চৌদাসম |