শ্রাবনী নন্দা

শ্রাবনী নন্দা
Srabani Nanda
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামSrabani Nanda
জাতীয়তা ভারত
জন্ম (1991-07-05) জুলাই ৫, ১৯৯১ (বয়স ৩৩)
ফুলবনি, ওড়িশা, ভারত
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াদৌড়বীর
বিভাগ১০০ মিটার, ২০০ মিটার, ৪x১০০মি রিলে
পদকের তথ্য
মহিলা ক্রীড়াবিদ
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ দিল্লি ৪x১০০মি রিলে
এশিয়ান গেমস
২০১০ Guangzhou

শ্রাবনী নন্দা (জন্ম ৫ জুলাই ১৯৯১) হলেন একজন ভারতীয় দৌড়বিদ। তিনি ২০১৬ সালে রিওতে অনুষ্ঠিত অলেম্পিক প্রতিযোগীতায় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি উড়িষ্যার কান্ধামল জেলার বাসিন্দা।

উল্লেখযোগ্য সাফল্যতা

[সম্পাদনা]

শ্রাবনী জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগীতায় অনেক পদক লাভ করেছেন।

আন্তর্জাতিক স্তরে

[সম্পাদনা]
  • ওড়িয়া দৌড়বীর শ্রাবনী নন্দা ২০১৬ রিও অলিম্পিক মহিলাদের ২০০মি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৬ সালে অ্যালমাটি তে জি কোসানভ মেমোরিয়াল মিট এ ২৩.০৭ সেকেন্ড করে তিনি রিও তে যাওয়ার টিকিট নিশ্চিত করেন, যেখানে যোগ্যতা অর্জনকারী সময় ছিল ২৩.২০সেকেন্ড।
  • ভারতের আসাম এ অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস এ তিনি ২০০মিটার এবং ১০০মিটার দৌড়ে যথাক্রমে সব্ররন এবং রৌপ্য পদক জয় করেন।
  • দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়াম এ ২০১০ কমনওয়েলথ গেমস এ (১২ই অক্টোবর,২০১০) ৪ × ৪০০ মি রিলে তে ৪৫.২৫ সেকেন্ড সময়ে সম্পন্ন করে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করে। এই পদক জয়ে বিশিষ্ট অবদান ছিল শ্রাবনীর।
  • ভারতের পুনে তে অনুষ্ঠিত ২০০৮ সালে যুব কমনওয়েলথ গেমস এ ৪ × ৪০০ মি রিলে তে ভারতীয় মহিলা দলের হয়ে সোনা জয় করেন।
  • ২০০৭ কলম্বো সাফ (দক্ষিণ এশীয় গেম্‌স ) এ ১০০ মিটার এবং ২০০ মিটার স্প্রিন্ট বিভাগে তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন।

জাতীয় স্তরে

[সম্পাদনা]
  • ঝাড়খণ্ডের রাচীতে অনুষ্ঠিত ১৫তম ন্যাশানাল সিনিয়র ফেডারেশন কাপ অ্যাথলেটিক্‌স চ্যাম্পিয়নশিপে (১-৪মে, ২০১০) শ্রাবনী মহিলাদের ১০০মিটার দৌড়ে ১১.৯৮ সেকেন্ড সময়ে সম্পন্ন করে রৌপ্য পদক জেতেন এবং অনুরাধা বিসোয়াল, রেনুরালা মাহান্ত এবং সরসবতী চন্দ এর সাথে ৪ × ৪০০ মি রিলে তেও রৌপ্য পদক জয় করেন।
  • অন্ধ্রপ্রদেশের ওয়ারোংরল এ ২০ নভেম্বর,২০০৯ সালে ২৫তম ন্যাশানাল জুনিয়ার অ্যাথলেটিক্‌স চ্যাম্পিয়ানশিপে অনূর্ধ্ব কুড়ি বিভাগে ১০০মিটার (২৫.০৫ সেকেন্ড) দৌড়ে দুটি সব্ররন পদক জেতেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "orisports.com : An Encyclopedia of Sports. Cricket, Hockey, Football, Badminton, Archery and much more.."www.orisports.com। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১