শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জি সিনে পুরস্কার | |
---|---|
বিবরণ | সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস |
প্রথম পুরস্কৃত | ১৯৯৮ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | অনিরুদ্ধ রবিচন্দ্রন (জাওয়ান) |
ওয়েবসাইট | zeecineawards |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জি সিনে পুরস্কার হল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। সমালোচকদের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়ে থাকে। ১৯৯৮ সালের আয়োজন থেকে জি সিনে পুরস্কারের অংশ হিসেবে বলিউডের সেরা সঙ্গীত পরিচালকদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৯ ও ২০১০, ২০১৫ সালে এই পুরস্কার আয়োজিত হয়নি। ২০২১ ও ২০২২ সালে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে এই পুরস্কার আয়োজিত হয়নি।
এই বিভাগে প্রথম বিজয়ী উত্তম সিং দিল তো পাগল হ্যায় (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন। এ আর রহমান সর্বাধিক ছয়বার এই পুরস্কার অর্জন করেন। এছাড়া একাধিকবার বিজয়ীদের মধ্যে প্রীতম চক্রবর্তী তিনবার, আনু মালিক ও মিথুন শর্মা দুইবার করে পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী অনিরুদ্ধ রবিচন্দ্রন জাওয়ান (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।
বছর (আয়োজন) |
সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৯৭ (১ম) |
উত্তম সিং | দিল তো পাগল হ্যায় | [১] [২] |
১৯৯৮ (২য়) |
জতিন-ললিত | কুছ কুছ হোতা হ্যায় | [৩] |
১৯৯৯ (৩য়) |
এ আর রহমান | তাল | [৪] |
আনু মালিক | বিবি নাম্বার ওয়ান | ||
হাম আপকে দিল মেঁ রহতে হ্যায় | |||
ইসমাইল দরবার | হাম দিল দে চুকে সনম | ||
রাম-লক্ষ্মণ | হাম সাথ-সাথ হ্যাঁয় |
বছর (আয়োজন) |
সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
২০০০ (৪র্থ) |
রাজেশ রোশন | কাহো না... প্যায়ার হ্যায় | [৫] |
২০০১ (৫ম) |
এ আর রহমান | লগান | [৬] |
২০০২ (৬ষ্ঠ) |
এ আর রহমান | সাথিয়া | [৭] |
নাদিম-শ্রাবণ | রাজ | ||
২০০৩ (৭ম) |
হিমেশ রেশামিয়া | তেরে নাম | [৮] |
২০০৪ (৮ম) |
আনু মালিক | ম্যাঁয় হুঁ না | [৯] |
২০০৫ (৯ম) |
শঙ্কর-এহসান-লায় | বান্টি অউর বাবলি | [১০] |
২০০৬ (১০ম) |
এ আর রহমান | রং দে বাসন্তী | [১১] |
২০০৭ (১১তম) |
এ আর রহমান | গুরু | [১২] |
২০০৮ (–) |
আয়োজিত হয়নি | ||
২০০৯ (–) |
আয়োজিত হয়নি |
বছর (আয়োজন) |
সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
২০১০ (১২তম) |
সাজিদ-ওয়াজিদ | দাবাং | [১৩] |
২০১১ (১৩তম) |
এ আর রহমান | রকস্টার | [১৪] |
২০১২ (১৪তম) |
প্রীতম চক্রবর্তী | ককটেল | [১৫] |
২০১৩ (১৫তম) |
জিৎ গাঙ্গুলী, মিথুন শর্মা, অঙ্কিত তিওয়ারি | আশিকি ২ | [১৬] |
২০১৪ (–) |
আয়োজিত হয়নি | ||
২০১৫ (১৬তম) |
আনু মালিক | দম লগা কে হইশা | [১৭] |
২০১৬ (১৭তম) |
প্রীতম চক্রবর্তী | অ্যায় দিল হ্যায় মুশকিল | [১৮] |
২০১৭ (১৮তম) |
অমিত ত্রিবেদী | সিক্রেট সুপারস্টার | [১৯] |
২০১৮ (১৯তম) |
অজয়-অতুল | ধড়ক | [২০] |
২০১৯ (২০তম) |
মিথুন শর্মা, আমাল মালিক, বিশাল মিশ্র, সচেত-পরম্পরা, অখিল সচদেব | কবির সিং | [২১] |
বছর (আয়োজন) |
সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
২০২০ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | ||
২০২১ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | ||
২০২২ (২১তম) |
প্রীতম চক্রবর্তী | ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা | [২২] |
২০২৩ (২২তম) |
অনিরুদ্ধ রবিচন্দ্রন | জাওয়ান | [২৩] |
জয় | সঙ্গীত পরিচালক |
---|---|
৬ | এ আর রহমান |
৩ | প্রীতম চক্রবর্তী |
২ | আনু মালিক |
মিথুন শর্মা |