সকিনা বানু বেগম

সাকিনা বানু বেগম
শাহদুখত্-ই-মুঘলিয়া
মৃত্যু২৫ আগস্ট, ১৬০৫
আকবরাবাদ (বর্তমান আগ্রা), ভারত
দাম্পত্য সঙ্গীশাহ গাজী খান
রাজবংশতৈমুরি সাম্রাজ্য
পিতাহুমায়ুন
মাতামাহ চুচাক বেগম

সকিনা বানু বেগম (ফার্সি: سکینہ بانو بیگم; ২৫ আগস্ট, ১৬০৪ সালে মারা যান) একজন মোগল রাজকন্যা। তিনি সম্রাট হুমায়ুনের কন্যা।

সকিনা বানু বেগম সম্রাট হুমায়ূনের কন্যা। তার মায়ের নাম মাহে চুচাক বেগম। তার ভাইবোনদের মধ্যে আছেন মির্জা মুহাম্মদ হাকিম, ফারুক ফাল মির্জা, বখত-উন-নিসা বেগম এবং আমিনা বানু বেগম।[]

সকিনা বানু বেগম বিয়ে করেছিলেন শাহ গাজী খানকে।[] শাহ গাজী খান সম্রাট আকবরের কাছের বন্ধু নকীব খান গজনভীর চাচাতো ভাই। তার চাচা ক্বাজী ঈসা দীর্ঘকাল ইরানের ক্বাজী তথা বিচারক হিসাবে কাজ করেছেন। ক্বাজী ঈসা ভারতে আসলে তাকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। ১৫৭৩ সালে তার মৃত্যুর পর, নাকিব খান আকবরকে জানান যে তিনি তার মেয়েকে তার কাছে রেখে গেছেন। আকবর নকিবের বাড়িতে গেলেন এবং সেই মেয়েকে বিয়ে করলেন। এভাবে তার দুই চাচাতো বোন রাজকীয় পরিবারের সদস্য হয়। []

১৫৭৮ সালে সকিনা বানু বেগম কাবুলে চলে যান। সম্রাট আকবর তখনও দ্বিতীয়বারের মত কাবুল অভিযান শুরু করেন নি।[]

১৬০৪ সালের ২৫ আগস্ট সকিনা বানু বেগম মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Begum, Gulbadan (১৯০২)। The History of Humayun (Humayun-Nama)। Royal Asiatic Society। পৃষ্ঠা 186 
  2. The Proceedings of the Indian History Congress - Volume 36। Indian History Congress। ১৯৭৫। পৃষ্ঠা 169। 
  3. Awangābādī, Shāhnavāz Khān; Prasad, Baini (১৯৭৯)। The Maāthir-ul-umarā: Being biographies of the Muḥammadan and Hindu officers of the Timurid sovereigns of India from 1500 to about 1780 A.D.। Janaki Prakashan। পৃষ্ঠা 383। 
  4. Walthall, Anne (২০০৮)। Servants of the Dynasty: Palace Women in World History। University of California Press। পৃষ্ঠা 107আইএসবিএন 978-0-520-25444-2 
  5. Beveridge, Henry (১৯০৭)। Akbarnama of Abu'l-Fazl ibn Mubarak - Volume III। Asiatic Society, Calcuta। পৃষ্ঠা 1256।