সঞ্চিতা শেট্টি | |
---|---|
![]() | |
জন্ম | সুনিতা শেট্টি |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৬ - বর্তমান |
সঞ্চিতা শেট্টি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, তিনি তামিল, কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১][২] সহায়ক চরিত্রে অভিনয় করার পরে তিনি সুধু কাভভুম (২০১৩)-তে নারী মুখ্য চরিত্রে অভিনয়ের পর প্রথম সাফল্য অর্জন করেছিলেন।[৩]
সঞ্চিতা কন্নড় হিট চলচ্চিত্র মুঙ্গারু মালে-তে নারী মুখ্য চরিত্রের (পূজা গান্ধী) বান্ধবী হিসাবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।[৪] পরের তিন বছরে তিনি তিনটি কন্নড় চলচ্চিত্রে সহায়ক ভূমিকায় হাজির হয়েছিলেন। তিনি গগনাচুকি নামে একটি ছবিতেও কাজ করেছিলেন, তবে সেটি মুক্তি পায়নি। তিনি তামিল চলচ্চিত্রে কাজ করতে কন্নড় শিল্প ত্যাগ করেন এবং সহায়ক ভূমিকায় অভিনয়ের জন্য আর রাজি হননি। ২০১২ সালে তিনি কোল্লাইকরণ-এ তার প্রথম মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য স্বাক্ষর করেছিলেন।[৫]
![]() |
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায় |
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৬ | মুঙ্গারু মালে | নন্দিনীর বান্ধবী | কন্নড় | |
২০০৭ | মিলানা | কন্নড় | ||
২০০৯ | উড়া | কন্নড় | ||
২০০৯ | ভায়া.কম | ভিনি | কন্নড় | |
২০১০ | আযুক্কান আযাগাকিরণ | রিমা | তামিল | |
২০১০ | থিল্লাঙ্গাদি | আম্মু | তামিল | |
২০১০ | অরেঞ্জ | সোনি | তেলুগু | |
২০১২ | কোল্লাইকরণ | কৃষ্ণভেণী | তামিল | |
২০১৩ | সুধু কাভভুম | শালু/শালিনী গুপ্তা | তামিল | |
২০১৩ | পিজ্জা II: ভিলা | আর্থি | তামিল | |
২০১৬ | বদমাশ | প্রিয়া | কন্নড় | |
২০১৭ | এন্নুডো বিলায়াদু | ইনবা | তামিল | |
২০১৭ | রাম | রিয়া | তামিল | |
২০১৭ | এনকিট্টা মোথাথে | মারাগাধম | তামিল | |
২০১৮ | ইয়েণ্ডা থলাইলা ইয়েনা ভেক্কলা | রম্যা | তামিল | |
২০১৮ | জনি | রম্যা | তামিল | |
২০১৯ | পার্টি ![]() |
তামিল | নির্মাণাধীন | |
২০১৯ | দেবদাস ব্রাদার্স ![]() |
তামিল | নির্মাণাধীন[৬] |