সত্যাশ্রয়

সত্যাশ্রয় (আইএএসটি: Satyāśraya; শা. ৯৯৭ – ১০০৮ খ্রিস্টাব্দ),[] ছিলেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের এক রাজা। তিনি সত্তিগ বা ইরিবদেব্দাঙ্গ নামেও পরিচিত ছিলেন। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর গোড়ায় যখন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হচ্ছিল, তখন সত্যাশ্রয় তঞ্জাবুরের চোল রাজবংশ, পরমার রাজবংশ, মধ্য ভারতের চেরি রাজ্যগুজরাতের চালুক্যদের সঙ্গে একাধিক যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধগুলির ফলাফল ছিল মিশ্র, কোনওটিতে সত্যাশ্রয় জয়ী হয়েছিলেন, আবার কোনওটিতে পরাজিত হন।[] পিতা দ্বিতীয় তৈলপের রাজত্বকালেই রাজপুত্র রূপে সত্যাশ্রয় এক উচ্চাকাঙ্ক্ষী যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।[] সত্যাশ্রয় বিশিষ্ট কন্নড় কবি রন্নের (ধ্রুপদি কন্নড় সাহিত্যের ত্রিরত্নের অন্যতম) পৃষ্ঠপোষকতা করেন। রন্ন সাহসভীমবিজয় বা গদাযুদ্ধ মহাকাব্যে তাঁর পৃষ্ঠপোষককে পাণ্ডব রাজকুমার ভীমের সঙ্গে তুলনা করেন।[][][] সত্যাশ্রয় “অকালবর্ষ”, “অকলঙ্কচরিত” ও “সাহসভীম” উপাধি গ্রহণ করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃষ্ঠা 52–53। আইএসবিএন 978-9-38060-734-4 
  2. Kamath (1980). p.101
  3. Sastri(1955), p.164
  4. Narasimhacharya (1988), p.18
  5. Sastri (1955), p.356
  6. Kamath (1980) p.101
  7. Kamath (1980), p.102

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]