ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
জন্ম | ভারত | ২৪ জুলাই ১৯৫৯
উচ্চতা | ১৭৩ সেমি |
ওজন | ৬২ কেজি |
ক্রীড়া | |
দেশ | ![]() |
ক্রীড়া | মাঝারিপাল্লার দৌড় |
সন্ত কুমার একজন ভারতীয় অলিম্পিক মাঝারিপাল্লার দৌড়বিদ। তিনি ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১৫০০ মিটারে তার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি সময় নিয়েছিলেন ৩:৫৫.৬০। [১]
কর্নেল সন্ত কুমার মস্কো অলিম্পিকে ১৫০০ মিটারে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসে ১৫০০ মিটারে তিনি ব্রোঞ্জ পদক পেয়ে ছিলেন।