সানন্দা টিভি | |
---|---|
উদ্বোধন | ২৫ জুলাই ২০১১ |
বন্ধ | ৭ নভেম্বর ২০১২ |
নেটওয়ার্ক | ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক |
মালিকানা | এবিপি গ্রুপ |
চিত্রের বিন্যাস | ৪:৩ ১০৮০পি এসডিটিভি |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
সানন্দা টিভি ছিল ২৪ ঘণ্টার সাধারণ বিনোদন চ্যানেল যার মালিক ছিল এবিপি গ্রুপ। এটি ২৫ জুলাই ২০১১ সালে চালু করা হয়েছিল।[১] তবে এটি ২০১২ সালের নভেম্বরে বন্ধ হয়ে যায়। [২]
সানন্দা টিভি ৭ নভেম্বর ২০১২ সালের চালুর পর মাত্র ১৫ মাস পরেই বন্ধ হয়ে যায়। ফলে টেলিভিশন বিনোদন জায়গাতেও এবিপির উপস্থিতি শেষ হয়। বন্ধ হবার বিষয়টি টিভি বন্ধ হওয়ার কয়েক দিন আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। বন্ধ হওয়ার কারণটি ছিল সানন্দা টিভি রূপসী বাংলা, স্টার জলশা, জি বাংলা এবং ইটিভি বাংলার মতো অন্যান্য বাংলা বিনোদন চ্যানেলগুলির আধিপত্য বিস্তার করা বাজারে কোন প্রভাব ফেলতে পারেনি।[২]