সানাই

সানাই

সানাই এক প্রকারের বাদ্যযন্ত্র। দুই রিড যুক্ত বংশী শ্রেণীর লোকফুৎকার বাদ্য সানাই কাঠের তৈরি, যার এক প্রান্তে একটি ডবল রিড এবং অন্য প্রান্তে একটি ধাতু বা কাঠের ফ্লারেড ঘণ্টা থাকে[][][] এবং দেখতে অনেকটা ধুতুরা ফুলের মতো। ওপরের দিক চিকন নিচে দিক ক্রমশ চওড়া। লম্বায় দেড় ফুটের মতো। লোকবাদ্য সানাই বর্তমানে রাগসঙ্গীতযন্ত্র হিসাবে অত্যন্ত জনপ্রিয়।

একজন উপজাতি শেহনাই খেলোয়াড়

বিসমিল্লাহ খাঁ একজন প্রখ্যাত সানাই বাদক ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shehnai | musical instrument"Britannica (ইংরেজি ভাষায়)। www.britannica.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১০ 
  2. Ranade. p. 307.
  3. Hoiberg, p. 1