সানিয়া মালহোত্রা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | গার্গী কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৬-বর্তমান |
সানিয়া মালহোত্রা (জন্ম: ২৫ ফেব্রুয়ারি ১৯৯২) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করা শুরু করেন নিতেশ তিওয়ারির জীবনী ভিত্তিক চলচ্চিত্র দঙ্গল (২০১৬) এর মাধ্যমে, যেখানে তিনি ববিতা কুমারির চরিত্রে অভিনয় করেন।[১] তিনি জীবনীমূলক স্পোর্টস ফিল্ম দঙ্গল (২০১৬) এবং কমেডি বাধাই হো (২০১৮) এর সহকারী ভূমিকার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, উভয়ই সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের মধ্যে স্থান পায় ।
মালহোত্রা ফটোগ্রাফ (২০১৯) এবং ব্ল্যাক কমেডি লুডো (২০২০) নাটকে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন এবং শকুন্তলা দেবী (২০২০), প্যাগ্লাইট (২০২১) স্ট্রিমিং ফিল্মগুলিতে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন। লাভ হোস্টেল (২০২২) এবং কাঁঠাল (২০২৩) এরপর থেকে তিনি অ্যাকশন ফিল্ম জাওয়ান (২০২৩) এ একটি সহায়ক ভূমিকা পালন করেছেন।
সানিয়া মালহোত্রা দিল্লির পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রায়ান ইন্টারন্যাশনাল স্কুল, ময়ুর বিহার, দিল্লী হতে প্রাথমিক এবং জার্জি কলেজ অফ দিল্লী ইউনিভার্সিটি হতে স্নাতক সম্পন্ন করেন।[২]
স্নাতক সম্পন্ন করার পর মালহোত্রা ড্যান্স আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ড্যান্স ইন্ডিয়া ড্যান্স এ অংশ নিয়েছিলেন।এরপর তিনি মুম্বাই চলে আসেন এবং বিভিন্ন জায়গার অডিশন দিতে শুরু করেন।এরপর একদিন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার কল আসে এবং তিনি নিতেশ তিওয়ারির জিবনীভিত্তিক সিনেমা দঙ্গল (২০১৬-এর চলচ্চিত্র) এর জন্য সিলেক্ট হয়ে যায়,[৩] ফাতিমা সানা শেখ এর সাথে তিনি এতে নতুন ছিলেন।
তাছাড়া তিনি আমির খান এর চলচ্চিত্র সিক্রেট সুপারস্টার এর 'সেক্সি বালিয়ে' গান এর কোরিয়গ্রাফিও করেছিলেন।
দুই বছর গ্যাপ দেওয়ার পর মালহোত্রা বিশাল ভরদ্বাজ এর চলচ্চিত্র 'পটাখা'য় অভিনয় করেন, রাধিকা মদন এর সাথে। চলচ্চিত্রটির কাহিনী দুই বোনকে নিয়ে।
মালহোত্রা এরপর অনুরাগ বসুর সংহত চলচ্চিত্র লুডোতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হোন।[৪] এরপর তিনি অনু মেনন পরিচালিত জিবনীভিত্তিক চলচ্চিত্র "শকুন্তলা দেবীতে" অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হোন, এতে নাম ভূমিকায় বিদ্যা বালান অভিনয় করেন এবং এরপর তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্র "পাগলায়েট" এ অভিনয় করেন।[৫][৬]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য | রেফ |
---|---|---|---|---|
২০১৬ | দঙ্গল | ববিতা কুমারী | ||
২০১৭ | সিক্রেট সুপারস্টার | — | "সেক্সি বালিয়ে" গানের কোরিওগ্রাফার হিসেবে | |
২০১৮ | পটাখা | গেন্ধা "ছুটকি" কুমারী | ||
বদাই হো | রিনি শর্মা | |||
২০১৯ | ফোটোগ্রাফ | মিলোনি শাহ | ||
২০২০ | শকুন্তলা দেবী | অনুপমা ব্যানার্জি | আমাজন প্রাইম ভিডিও | |
লুডো | শ্রুতি চোক্সি | নেটফ্লিক্স চলচ্চিত্র[৪] | ||
২০২১ | পাগলায়েট | সন্ধা | সম্পূর্ণ[৭] | |
মীনাক্ষী সুন্দরেশ্বর | মীনাক্ষী | |||
২০২২ | লাভ হোস্টেল | জ্যোতি দিলাওয়ার | ||
হিট: ফাস্ট কেস | নেহা মাহতা | [৮] | ||
২০২৩ | কাঁঠাল | মহিমা | [৯] | |
জাওয়ান | ডঃ ইরাম | [১০] | ||
শ্যাম বাহাদুর | সিল্লু মানেকশ | [১১] | ||
টিবিএ | শিরোনামহীন দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন রিমেক † | টিবিএ | [১২] |
বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | দঙ্গল | নিউস ১৮ মুভি এওয়ার্ড | বেস্ট ডেভিও ফিমেল | মনোনীত | [১৩] |
২০১৬ | দঙ্গল | জ্যাকি চ্যান একশন মুভি এওয়ার্ড | বেস্ট নিউ একশন পারফর্মার | বিজয়ী | [১৪] |
২০২০ | ফোটোগ্রাফ | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা অভিনেত্রী (সমালোচকদের ধারা) | মনোনীত | [১৫] |