আকাম | |
---|---|
![]() ফেব্রুয়ারি ২০১৭ সালে এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়ন হিসেবে আকাম | |
জন্ম নাম | সানি ধিনসা |
জন্ম | এবোটস্ফোর্ড, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা | ২০ মে ১৯৯৩
শিক্ষা প্রতিষ্ঠান | সাইমন ফ্রেসার বিশ্ববিদ্যালয় |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | আকাম[১] সানি ধিনসা |
কথিত উচ্চতা | ৬ ফুট ৩ ইঞ্চি[১] |
কথিত ওজন | ২৯০ পাউন্ড[১] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | পাঞ্জাব, ভারত |
প্রশিক্ষক | ডাব্লিউডাব্লিউই পারফর্মেন্স সেন্টার |
অভিষেক | এপ্রিল ৪,২০১৫ |
পদক রেকর্ড | ||
---|---|---|
মেন্স ফ্রিস্টাইল রেসলিং | ||
কানাডা-এর প্রতিনিধিত্বকারী | ||
প্যান আমেরিকান গেমস | ||
![]() |
২০১১ গুয়াদালাজারা | ১২০ কেজি |
সানি ধিনসা (জন্ম মে ২০, ১৯৯৩) একজন কানাডিয়ান পেশাদার কুস্তিগির এবং সাবেক অপেশাদার কুস্তিগির। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর সাথে যুক্ত আছেন, যেখানে তিনি র ব্র্যান্ডের হয়ে আকাম নামে কুস্তি লড়েন। যেখানে তিনি রেজার এর সাথে একবার ডাব্লিউডাব্লিউই র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তাদের দলের নাম হলো দ্যা অথর অফ পেইন(এওপি)। তাছাড়া তারা এনএক্সটি তে থাকার সময় একবার ডাব্লিউডাব্লিউই এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ডাস্টি রোডস ট্যাগ টিম ক্লাসিক জিতেছেন।
ধিনসা এবোটস্ফোর্ড,ব্রিটিশ কলাম্বিয়া এ জন্মগ্রহণ করেন,[২] সেখানে তিনি সাইমন ফ্রেসার ইউনিভার্সিটিতে পড়ার সময় কুস্তির দিকে ঝুকে পড়ে। তিনি ২০১১,২০১২ এবং ২০১৩ সালের হেভিওয়েট বিভাগের কানাডিয়ান ন্যাশনাল ফ্রিস্টাইল রেসলিং চ্যাম্পিয়ন। তিনি ২০০৯ কানাডা সামার গেমস এ ১১৫ পাউন্ড ক্যাটাগরিতে সোনা এবং ২০১১ প্যান আমেরিকান গেমসে রোপ্য পদক লাভ করেছেন। ধিনসা ২০১২ সালের সামার অলিম্পিকস এর কোয়ালিফিকেশন সম্পূর্ণ করলেও ড্রেমিয়েল বায়ার্স এর কাছে হেরে টুর্নামেন্টটিতে জায়গা পাননি।[৩] তিনি ২০১৪ সালে গ্রেন্যাল্ড ব্রিসকোর দারা ডাব্লিউডাব্লিউইতে আসার সু্যোগ পান।[৪]
অক্টোবর ২০১৪ সালে ধিনসা প্রকাশ করেন তিনি ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তি করেছেন এবং ডাব্লিউডাব্লিউই পার্ফরমেন্স সেন্টার এ প্রশিক্ষণ শুরু করেছেন। ৪ এপ্রিল ২০১৫ সালে তিনি এনএক্সটি তে আত্মপ্রকাশ করেন স্কট ডসনকে হারিয়ে।[৫] ফেব্রুয়ারি ২০১৬ সালে ধিনসা রেজার এর সাথে দল গঠন করেন[৬] এবং তারা এপ্রিল ২০১৬ সালে তাদের দলকে অথর অফ পেইন নাম দেন।[৭]
৮ জুন ২০১৬ সালে এনএক্সটি টেকওভার: দ্যা এন্ড এ তারা টেলিভিশন এ আত্মপ্রকাশ করেন।[৮] তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন দ্যা আমেরিকান আলফা(জেসন জরডান এবং ছ্যাড গ্যাবল)কে আক্রমণ করে।[৯] তারা ডাস্টি রোডস ট্যাগ টিম টুর্নামেন্ট জিতে নেয়, টিএম-৬১ কে হারানোর পর এবং ডাইকে হারিয়ে তারা এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে নেয়।তারা এনএক্সটি টেইকওভার:ওরল্যান্ডোতে রিবাইবাল এর কাছে তাদের খেতাবটি হেরে যান।