সামুদ্রিক শসা | |
---|---|
একটি সামুদ্রিক শসা | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | Echinodermata |
উপপর্ব: | Echinozoa |
শ্রেণী: | Holothuroidea দ্য ব্লেইনভি |
বর্গ | |
|
সামুদ্রিক শসা ([Sea cucumber — উচ্চারণ: সী কিউকাম্বার্] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) হচ্ছে হলোথুরয়ডি (Holothuroidea) শ্রেণীভুক্ত একপ্রকার সামুদ্রিক একাইনোডার্ম।
অন্যান্য সকল একানোডার্মের মতো সামুদ্রিক শসারও অন্তকঙ্কাল বিদ্যমান। এটি তার ঠিক ত্বকের নিচেই অবস্থিত। পরবর্তীতে চুন জমাট বাধার মতো হলে আণুবীক্ষণিক অসিকল যোজক কলা দ্বারা যুক্ত হয়। এগুলো কখনো কখনো বড় হয়ে প্লেটের মতো সমান হয়ে ওঠে, এবং একটি ঢালের সৃষ্টি করে। পেলাজিক গণের কতোগুলোতে (যেমন: পেলাগোথুরিয়া ন্যাটারিক্স) এই অন্তকঙ্কাল ও ক্যালক্যারেওয়াস বলয় অনুপস্থিত।[১][২]