সার্গেই কারইয়াকিন

সার্গেই কারইয়াকিন

সের্গেই আলেকজান্দ্রোভিচ কারইয়াকিন (রুশ - Сергей Александрович Карякин) ১৯৯০ সালের ১২ই জানুয়ারি ইউক্রেনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন দাবার প্রোডিজি। মাত্র ১২ বছর সাত মাস বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার খেতাব লাভ করেন যা একটি বিশ্বরেকর্ড। [][] তিনি ২০১২ সালে বিশ্ব র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ, ২০১৫ সালে দাবা বিশ্বকাপ, এবং ২০১৬ সালে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। এছাড়াও তিনি ২ বার (২০১৩, ২০১৪) নরওয়ে দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Record-breaking mini-grandmaster?"। ChessBase। ২০০২-০৫-১৬। 
  2. "Sergey Karjakin: The Ultimate Prodigy"। Chess24.com। ২০২০-০৫-২৬।