সালমান মাজাহিরি | |
---|---|
মাজাহির উলুম, সাহারানপুর-এর উপাচার্য | |
অফিসে ১৯৯২ – ৩০ জুলাই ১৯৯৬ | |
মাজাহির উলুম সাহারানপুরের আচার্য | |
অফিসে ৩০ জুলাই ১৯৯৬ – ২০ জুলাই ২০২০ | |
উত্তরসূরী | মুহাম্মদ আকিল সাহারানপুরী |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১০ অক্টোবর ১৯৪৬ |
মৃত্যু | ২০ জুলাই ২০২০ | (বয়স ৭৩)
ধর্ম | ইসলাম |
নাগরিকত্ব | ভারত |
আখ্যা | সুন্নি |
যেখানের শিক্ষার্থী | মাজাহির উলুম, সাহারানপুর |
আত্মীয় | মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি (শ্বশুর) মুহাম্মদ সাদ কান্ধলভী (জামাতা) |
সালমান মাজাহিরি (১০ অক্টোবর ১৯৪৬ – ২০ জুলাই ২০২০) ছিলেন একজন ভারতীয় মুসলিম পণ্ডিত যিনি সাহারানপুরের মাজাহির উলুমের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১০ অক্টোবর ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে (১৩৮১ হিঃ) ১৫ বছর বয়সে তিনি সাহারানপুরের মাজাহির উলুমে ভর্তি হন এবং ১৯৮৬ হিজরীতে স্নাতক অর্জন করেন। তিনি মুহাম্মদ জাকারিয়া কান্ধলভীর নিকট সহীহ বুখারি, সহীহ মুসলিম ও সুনানে নাসাই অধ্যয়ন করেন। মুনাওয়ার হোসেনের নিকট তিনি সুনানে তিরমিযী অধ্যয়ন করেন। মুজাফফর হোসেনের নিকট তিনি সুনান আবু দাউদ অধ্যয়ন করেন এবং মুহাম্মদ আসাদুল্লাহর নিকট আকিদাতুত তাহাভী অধ্যয়ন করেন।[১] তিনি মিশাকাতুল মাসাবীহের "প্রধান পাপ" অধ্যায় পর্যন্ত মুজাফফর হোসেনের নিকট অধ্যয়ন করেন এবং এরপর মুহাম্মদ ইউনুস জৌনপুরীর সাথে এটি সম্পন্ন করেন।[২]
তিনি তালহা কান্ধলভীর শিষ্য ছিলেন।[৩]
তিনি ১৯৬৮ সালে মাজাহির উলুমে শিক্ষকতা শুরু করেন। ১৯৭২ সালে তিনি তাফসিরে জালালাইন শিক্ষা দেন এবং ১৯৭৬ সালে হাদিসের অধ্যাপক হন এবং মিশকাতুল মাসাবিহ শিক্ষা দেন।[১][২] মাজাহির উলুমের ব্যবস্থাপনা কমিটি তাকে ১৯৯২ সালে উপাচার্য নিযুক্ত করে। পরবর্তীতে ৩০ জুলাই ১৯৯৬ তারিখে তিনে আচার্য হন।[১][৪] তালহা কান্ধলভী তাকে মুহাম্মদ জাকারিয়া কান্ধলভীর খানকাহ-এর পরিচারক (সাজ্জাদা নাশিন) হিসেবে নিযুক্ত করেন।[৩]
২০০৭ সালে তিনি ভারতের কেন্দ্রীয় মাদ্রাসা বোর্ডের ধারণা প্রত্যাখ্যান করেন।[৫][৬] তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং নাদওয়াতুল উলামার পরিচারনা পরিষদের সদস্য ছিলেন।[২] তার পৃষ্ঠপোষকতায় আল মাজাহির প্রকাশিত হয়।
তিনি ২০ জুলাই ২০২০ তারিখে মারা যান।[৪][৭] জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আরশাদ মাদানি শোক প্রকাশ করে বলেছেন যে, সালমান মাজাহিরির মৃত্যু ভারতীয় মুসলমানদের জন্য একটি বেদনাদায়ক ঘটনা।[৮]
সালমান মাজাহিরি ছিলেন মুহাম্মদ জাকারিয়া কান্ধলভির জামাতা।[৯] তাবলীগ জামাতের নেতা মুহাম্মদ সাদ কান্ধলভী সালমান মাজাহিরির জামাতা।[১০]