ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ | |
আইএসআইএন | US1729674242 |
শিল্প | ব্যাংকিং, আর্থিক সেবা |
পূর্বসূরী | সিটিকর্প ট্রাভেলার্স গ্রুপ |
প্রতিষ্ঠাকাল | ১৬ জুন ১৮১২[১] |
প্রতিষ্ঠাতা | Sanford I. Weill |
সদরদপ্তর | ৩৯৯ পার্ক এভিনিউ, ম্যানহ্যাটন, , নিউ ইয়র্ক |
বাণিজ্য অঞ্চল | বৈশ্বিক |
প্রধান ব্যক্তি | মাইকেল ই ওনিল (চেয়ারম্যান) মাইকেল কোবাল্ট (সিইও) |
আয় | ৭৫,৩৩,৮০,০০,০০০ মার্কিন ডলার (২০২২) |
১৪,৮৪,৫০,০০,০০০ মার্কিন ডলার (২০২২) | |
মোট সম্পদ | ১৭,৯২,০৭,৭০,০০,০০০ মার্কিন ডলার (২০১৬) |
কর্মীসংখ্যা | ২,১৯,০০০ (২০১৬) |
সিটিগ্রুপ ইনকর্পোরেটেড বা সিটি হল আমেরিকান বহুজাতিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যার সদর দফতর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটনে। সিটিগ্রুপের সৃষ্টি হয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ মার্জারের মাধ্যমে। ১৯৯৮ সালের অক্টোবর মাসে আমেরিকার ব্যংকিং শিল্পের অন্যতম বৃহত্তম গ্রুপ সিটিকর্প এবং ট্রাভেলার্স গ্রুপের মধ্যে এই মার্জার সংঘটিত হয়েছিল।[২][৩][৪] ২০১২ সালে সিটিগ্রুপ এর প্রতিষ্ঠার ২০০ বছর উৎযাপন করে। এটি সম্পদের দিক দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনাকারী সংস্থা। সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের শেয়ারহোল্ডাররা এই গ্রুপের বৃহত্তম অংশের মালিক।[৫]
আর্থিক পরিসেবা নেটওয়ার্কের দিক দিয়ে সিটিগ্রুপ প্ররথিবীর সর্ববৃহৎ আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি। পৃথিবীর ১৪০ টি দেশে এর প্রায় ১৬,০০০ শাখা অফিস রয়েছে। বর্থমানে এর কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় ২৬০,০০০।[৬][৭] এছাড়াও ১৪০ টি দেশে সিটিগ্রুপ প্রায় ২০০ মিলিয়ন গ্রাহককে সেবা প্রদান করে থাকে। সিটিগ্রুপ হল যুক্তরাষ্ট্রের ট্রেজারি সিকিউরিটি কেনাবেচার প্রাথমিক ডিলার।[৮] ফোর্বস ম্যাগাজিনের মতে ২০০৮ সালের বিশ্ব আর্থিক মন্দার আগ পর্যন্ত সিটিগ্রুপ ছিল পৃথিবীর সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। তবে বর্তমানে ফোর্বসের তালিকায় পৃথিবীর বৃহত্তম কোম্পানিগুলোর তালিকায় এটি পৃথিবীর ২০তমস্থানে নেমে এসেছে।[৯]