সিটি অব লন্ডন | |
---|---|
শহর এবং কাউন্টি | |
![]() ফেব্রুয়ারি ২০১৬ সালে থেমস নদীর দক্ষিণ তীর থেকে দেখা লন্ডন শহরের পূর্ব অংশ। | |
ডাকনাম: বর্গমাইল, শহর | |
নীতিবাক্য: Domine Dirige Nos ("হে প্রভু আমাদেরকে পরিচালনা করো", লন্ডন কর্পোরেশনের শহরের নীতিবাক্য) | |
![]() গ্রেটার লন্ডন মধ্যে লন্ডন শহর | |
স্থানাঙ্ক: ৫১°৩০′৫৬″ উত্তর ০°০৫′৩২″ পশ্চিম / ৫১.৫১৫৫° উত্তর ০.০৯২২° পশ্চিম | |
অবস্থা | Sui generis; শহর এবং কাউন্টি |
সার্বভৌম রাষ্ট্র | যুক্তরাজ্য |
দেশ | ইংল্যান্ড |
অঞ্চল | লন্ডন |
রোমান উপনিবেশ | প্রায় ৪৭ খ্রিস্টাব্দ (Londinium) |
Wessex পুনর্বাসিত | ৮৮৬ খ্রিস্টাব্দ (Lundenburh) |
ওয়ার্ডসমূহ | |
সরকার | |
• শাসক | সিটি অব লন্ডন কর্পোরেশন |
• লর্ড মেয়র | The Lord Mountevans[১] |
• Town Clerk | John Barradell |
• প্রশাসনিক সদর দপ্তর | Guildhall |
• লন্ডন পরিষদ | Unmesh Desai (Lab) (শহর ও ইস্ট) |
• সংসদ সদস্য | Mark Field (Con) (Cities of London and Westminster) |
আয়তন | |
• মোট | ২.৯০ বর্গকিমি (১.১২ বর্গমাইল) |
সর্বোচ্চ উচ্চতা | ২১ মিটার (৬৯ ফুট) |
সর্বনিন্ম উচ্চতা | ০ মিটার (০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,০৭২ |
• জনঘনত্ব | ২,৮০০/বর্গকিমি (৭,২০০/বর্গমাইল) |
• জাতিভুক্ত[২] | % White British % White Irish % White Gypsy or Irish Traveller % Other White % White & Black Caribbean % White & Black African % White & Asian % Other Mixed % Indian % Pakistani % Bangladeshi % Chinese % Other Asian % Black African % Black Caribbean % Other Black % Arab % Other |
জনসংখ্যা স্থান ৩২৫/৩২৬ | |
সময় অঞ্চল | জিএমটি (ইউটিসি) |
• গ্রীষ্মকালীন (দিসস) | বিএসটি (ইউটিসি+১) |
পোস্ট কোড | EC, WC, E |
ONS code | 00AA |
এলাকা কোড | 020 |
Patron saint | সাধু পৌল |
পুলিশ বাহিনী | লন্ডন শহরের পুলিশ |
ট্রান্সপোর্ট ফর লন্ডন জোন | ফেয়ার জোন ১; কনজেশন চার্জ জোন |
ওয়েবসাইট | cityoflondon.gov.uk |
সিটি ওফ লন্ডন হল লন্ডন শহরের মূল বা কেন্দ্রীয় অংশ।এই অংশের আয়তন ২.৯০ বর্গকিলোমিটার (১.১২ বর্গমাইল) ।২০১১ সালের হিসাবে এখানে ৮,০৭২ জন বসবাস করেন।এটি ৫০ সালে রোমানরা নির্মাণ করেন।মূলত এখানে সেতু নির্মাণ এর পর সেতুকে কেন্দ্র করে সিটি ওফ লন্ডন গড়ে ওঠে।২০০ সালে সিটি ওফ লন্ডনকে মাটির পাচির দিয়ে ঘিরে ফেলা হয়ছিল শহরের অন্য অংশ থেকে পৃথক রাখতে।[৩]