সিডনি চলচ্চিত্র উৎসব | |
---|---|
ধরন | চলচ্চিত্র উৎসব |
তারিখ (সমূহ) | জুন |
পুনরাবৃত্তি | বাৎসরিক |
অবস্থান (সমূহ) | সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া |
কার্যকাল | ৭০ |
প্রবর্তিত | ১৯৫৪ |
ওয়েবসাইট | |
sff |
সিডনি চলচ্চিত্র উৎসব অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি প্রতি বছর জুনে ১২ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এই উৎসবে শহরের সিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ও স্থানীয় দুই ধরনেরই চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শিত চলচ্চিত্রের বিভিন্ন শাখা হল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ফিরে দেখা, পারিবারিক চলচ্চিত্র এবং অ্যানিমেশন। ২০১২ সাল থেকে এই উৎসবের পরিচালক নাশেন মুডলি। তিনি ক্লেয়ার স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হন।[১]
১৯৪৭ সাল থেকে এডিনবার্গ চলচ্চিত্র উৎসব আয়োজনে অস্ট্রেলীয় চলচ্চিত্র নির্মাতাদের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয় অস্ট্রেলিয়ান কাউন্সিল অব ফিল্ম সোসাইটি ১৯৫২ সালে ভিক্টোরিয়ার ডান্ডেনংয়ের অলিন্ডায় অনুষ্ঠিত এক বার্ষিক সভা আয়োজন করে। এর ফলশ্রুতিতে এই বছর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। এই উৎসবের কমিটি থেকে নিউ সাউথ ওয়েলসের ফিল্ম ইউজার অ্যাসোসিয়েশন সিডনিতে একটি চলচ্চিত্র উৎসব প্রচলন শুরু করে। এই কমিটিতে ছিলেন সিডনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক অ্যালান স্টউট, চলচ্চিত্র নির্মাতা জন হেয়ার ও জন কিংসফোর্ড স্মিথ, এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক ডেভিড ডোনাল্ডসন।[২] ডোনাল্ডসনের পরিচালনায় ১৯৫৪ সালের ১১ জুন চারদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন হয় এবং সিডনি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১,২০০ টিকেট বিক্রি হয় এবং উপস্থিতি ছিল পূর্ণ।[২]
বছর | চলচ্চিত্র | পরিচালক | দেশ |
---|---|---|---|
২০০৮ | হাঙ্গার | স্টিভ ম্যাককুইন | ইংল্যান্ড |
২০০৯ | ব্রনসন | নিকোলাস উইন্ডিং রেফন | ডেনমার্ক |
২০১০ | হার্টবিটস | জেভিয়ার দোলান | কানাডা |
২০১১ | অ্যা সেপারেশন | আসগর ফরহাদী | ইরান |
২০১২ | আল্পস' | ইয়রগোস ল্যান্থিমোস | গ্রিস |
২০১৩ | ওনলি গড ফরগিভস | নিকোলাস উইন্ডিং রেফন | ডেনমার্ক |
২০১৪ | টু ডেইজ, টু নাইট | ডারডেন ব্রাদার্স | বেলজিয়াম |
২০১৫ | আরবিয়ান নাইটস | মিগুয়েল গোমেস | পর্তুগাল |
২০১৬ | অ্যাকুইরিয়াস | ক্লেবার মেন্ডোনসা ফিলহো | ব্রাজিল |
২০১৭ | অন দ্য বডি অ্যান্ড সোল | ইলদিকো এনিয়েদি | হাঙ্গেরি |
২০১৮ | দ্য হেয়ারেসিস | মার্সেলো মার্টিনেসি | প্যারাগুয়ে |
২০১9 | প্যারাসাইট | বং জুন-হো | দক্ষিণ কোরিয়া |
২০২০ | অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে উৎসব বাতিল করা হয়েছে | ||
২০২১ | দ্যায়ার ইজ নো ইভিল | মোহাম্মদ রাসুলফ | ইরান |
২০২২ | ক্লোজ' | লুকাস ধোন্ট | বেলজিয়াম |