সিরাজ উদ্দীন আলী বিন উসমান আল-উশি

সিরাজ উদ্দীন আলী বিন উসমান আল উশী আল হানাফি
سراج الدين علي بن عثمان الأوشي الفرغاني
উপাধিইমামুল হারামাইন
{সম্মানিত দুই মসজিদের (মক্কা ও মদিনা) ইমাম}
ব্যক্তিগত তথ্য
জন্ম
মৃত্যু৫৭৫ হিজরি / ১১৭৯–৮০ খ্রিস্টাব্দ
ধর্মইসলাম
জাতীয়তা কিরগিজস্তান উজবেকিস্তান
যুগইসলামের স্বর্ণযুগ
অঞ্চলতুর্কিস্তান, ট্রান্সক্সিয়ানা (মধ্য এশিয়া)
আখ্যাসুন্নি ইসলাম
ব্যবহারশাস্ত্রহানাফি
ধর্মীয় মতবিশ্বাসমাতুরিদি
প্রধান আগ্রহআকিদা, কালাম (ইসলামি ধর্মতত্ত্ব), ফিকাহ (ইসলামি আইনশাস্ত্র), হাদিসশাস্ত্র (উলুমুল হাদিস)
উল্লেখযোগ্য কাজবাদ' আল-আমালি, আল-ফাতাওয়া আস-সিরাজিয়্যাহ
মুসলিম নেতা

সিরাজ উদ্দীন আলী বিন উসমান আল-উশী আল ফারগানী ( আরবি: سراج الدين علي بن عثمان الأوشي الفرغاني) ছিলেন একজন হানাফী আইনবিদ, মাতুরিদি ধর্মতত্ত্ববিদ, হাদীস বিশেষজ্ঞ, প্রধান বিচারক ( কাজি-উল কুজাহ ) ও গবেষক[] তিনি আল-কাসিদা আল-লামিয়া ফিত -তাওহিদ শিরোনামের কবিতায় বিশ্বাসের স্বীকারোক্তির জন্য সর্বাধিক পরিচিত, যা বাদ-আল-আমালি বা শুরুর শব্দ কাসিদাত ইয়াকুলু আল-আব্দ নামেও পরিচিত।[] এছাড়া তিনি বিখ্যাত ফতোয়াগ্রন্থ আল ফাতাওয়া আস সিরাজিয়াহ'র লেখক হিসেবেও পরিচিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Al-Fatawa al-Sirajiyyah Arabic Hanafi Fiqh, Siraj ad-Din AL-Ushi"। Kitaabun Books-Classical and Contemporary Muslim and Islamic Books। 
  2. "Encyclopaedia of Islam, First Edition (1913-1936)"। Brill Online Reference Works।