সুক্কুর বিভাগ (সিন্ধি: سکر ڊويزن) পাকিস্তানের সিন্ধু প্রদেশের ৭টি প্রশাসনিক বিভাগের মধ্য অন্যতম একটি বিভাগ। ২০০০ সালে বিভাগটি বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু ২০১১ সালের ১১ জুলাই তারিখে পূর্বের নামে ফিরিয়ে আনা হয়।[১]
সুক্কুর হচ্ছে সুক্কুর বিভাগের বিভাগীয় সদর দপ্তর। বিভাগটি নিম্নলিখিত ৩টি জেলা নিয়ে গঠিত হয়েছে:[২][৩]
সুক্কুর বিভাগের জেলা | ||||
---|---|---|---|---|
জেলা | আয়তন (কি:মি:২) | জনসংখ্যা ১৯৯৮ সালের আদমশুমারি |
জনসংখ্যা ২০১৭ সালের আদমশুমারি |
রাজধানী |
গোটকি | ৬,০৮৩ | ১,৬৪৬,৩১৮ | মিরপুর মাথেলো | |
খায়েরপুর | ১৮,৯১০ | ২,৪০৪,৩৩৪ | খায়েরপুর | |
সুক্কুর | ২,৫১২ | ১,৪৮৭,৯০৩ | সুক্কুর | |
মোট | ২৪,৫০৫ | ৩,৪৪৭,৯৩৫ | ৫,৫৩৮,৫৫৫ | সুক্কুর |
![]() |
সিন্ধু অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |