সুধীর কুমার চিত্রদুর্গ পদ্মা রাজু (জন্ম ১৩ই এপ্রিল ১৯৭৯) একজন ভারতীয় ভারোত্তোলক । [১] তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন ২০০৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬৯ কেজি বিভাগে মোট ২৮৭ কিলোগ্রামের সম্মিলিত উত্তোলন সহ ব্রোঞ্জ পদক জিতেছিলেন।