লেখক | আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজি |
---|---|
ভাষা | আরবি |
ধারাবাহিক | সিহাহ সিত্তাহ |
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
![]() |
|
সুনান আত-তিরমিজী বা জামি আত তিরমিজী মুসলমানদের সবচেয়ে প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি। অর্থাৎ এটি সিহাহ সিত্তাহের একটি কিতাব।
এই কিতাবটি সিহাহ সিত্তাহ অর্থাৎ সুন্নি মুসলমানদের প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের অন্যতম একটি হাদিস গ্রন্থ [১]।এর সংকলনকারী আবু ঈসা মুহাম্মদ ঈসা ইবনে তিরমিজী। তিনি ইমাম তিরমিজি নামেই বেশি পরিচিত। এ কিতাবে প্রায় সব ধরনের হাদিসই সংকলন করা হয়েছে। এই কিতাবে প্রায় চারহাজার হাদীস সংকলিত রয়েছে।
এই কিতাবটি চারটি শ্রেণীতে সাজানো হয়েছে। সেগুলো নিম্নরূপ:
গ্রন্থটির বহু ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়েছে, তার মধ্যে দরসে তিরমিযীঅন্যতম।