সুন লি | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
চীনা নাম | 孫儷 (প্রথাগত) | ||||||||||||||||
চীনা নাম | 孙俪 (সরলীকৃত) | ||||||||||||||||
ফিনিন | Sūn Lì (ম্যান্ডারিন) | ||||||||||||||||
নৃগোষ্ঠী | হান | ||||||||||||||||
জন্ম | তথ্যসূত্র প্রয়োজন] সাংহাই, চীন | ২৬ সেপ্টেম্বর ১৯৮২ [||||||||||||||||
পেশা | |||||||||||||||||
লেবেল | হাইরুন মিডিয়া | ||||||||||||||||
কার্যকাল | ২০০১–বর্তমান | ||||||||||||||||
দাম্পত্য সঙ্গী | ডেং ছাও (বি. ২০১০) [তথ্যসূত্র প্রয়োজন] | ||||||||||||||||
সন্তান | ২ | ||||||||||||||||
শিক্ষা প্রতিষ্ঠান | সাংহাই অরিয়েন্টাল কালচার কলেজ | ||||||||||||||||
পুরস্কার
|
সুন লি (, জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৮২), সুসান সান নামেও পরিচিত, [টীকা ১] হলেন একজন চীনা শীর্ষ অভিনত্রী। সমালোচক ও ইন্টারনেট সমালোচকগণ তার প্রশংসা করে তাকে চীনের টেলিভিশনের রানী নামে হিসেবে অভিহিত করেন। ২০১৮ সালে, তিনি তিনটি বৃহত্তম পুরস্কার, ফ্লাইং অপ্সারস পুরস্কার, গোল্ডেন ইগল পুরস্কার এবং ম্যাগনোলিয়া পুরস্কার জয়ের পরে, "গ্র্যান্ড স্ল্যাম" জিতে কনিষ্ঠতম চীনা অভিনেত্রী হয়েছিলেন। [১]