ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সেবাস্তিয়ান হুরাদো রোকা | ||
জন্ম | ২৮ সেপ্টেম্বর ১৯৯৭ | ||
জন্ম স্থান | ভেরাক্রুস, মেক্সিকো | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ক্রুস আসুল | ||
জার্সি নম্বর | ৩৩ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮–২০১৯ | ভেরাক্রুস | ৩৭ | (০) |
২০২০– | ক্রুস আসুল | ৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৯–২০২১ | মেক্সিকো অনূর্ধ্ব-২৩ | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০১, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০১, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সেবাস্তিয়ান হুরাদো রোকা (স্পেনীয়: Sebastián Jurado; জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৯৭; সেবাস্তিয়ান হুরাদো নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকোর পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লিগা এমএক্সের ক্লাব ক্রুস আসুল এবং মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৯ সালে, হুরাদো মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মেক্সিকোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ব্যক্তিগতভাবে, হুরাদো বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮–১৯ লিগা এমএক্সের সেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, হুরাদো এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা ক্রুস আসুলের হয়ে জয়লাভ করেছেন।
সেবাস্তিয়ান হুরাদো রোকা ১৯৯৭ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখে মেক্সিকোর ভেরাক্রুসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
হুরাদো জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[২][৩]