সোনালী দাগি ওলুয়া Coilia dussumieri | |
---|---|
Coilia dussumieri | |
মূল্যায়িত নয় (আইইউসিএন ৩.১)
| |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Clupeiformes |
পরিবার: | Engraulidae |
গণ: | Coilia |
প্রজাতি: | C. dussumieri |
দ্বিপদী নাম | |
Coilia dussumieri (Valenciennes, 1848)[১] |
সোনালী দাগি ওলুয়া (বৈজ্ঞানিক নাম: Coilia dussumieri) (ইংরেজি: Goldspotted grenadier anchovy) হচ্ছে Engraulidae পরিবারের Coilia গণের একটি স্বাদুপানির মাছ।
দেহ চাপা, খুব লম্বা এবং ক্রমান্বয়ে সরু ও লম্বা হয়ে লেজ পর্যন্ত প্রসারিত। মুখ প্রায় অনুভূমিক বা কিছুটা তির্যক এবং চিরটি বড়।[২]
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং পূর্বদিক থেকে দক্ষিণ- পূর্ব এশিয়া।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে হুমকির সম্মুখীন নয়।[২]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |