স্টেফানি মাইয়ার

স্টেফানি মাইয়ার
সান ডিয়াগো কমিক কন ইন্টারন্যাশনালে ২০১২-তে স্টেফানি মাইয়ার
সান ডিয়াগো কমিক কন ইন্টারন্যাশনালে ২০১২-তে স্টেফানি মাইয়ার
স্থানীয় নাম
Stephenie Meyer
জন্মস্টেফানি মর্গান
(1973-12-24) ডিসেম্বর ২৪, ১৯৭৩ (বয়স ৫১)
হাৰ্টফোৰ্ড,কানেক্টিকাট, যুক্তরাষ্ট্র
পেশাঔপন্যাসিক, প্রযোজক
জাতীয়তামার্কিন
শিক্ষা প্রতিষ্ঠানব্রিগহাম ইয়াং বিশ্ববিদ্যালয় (বিএ)
ধরনভ্যাম্পায়ার রোমাঞ্চ, কিশোর কল্পকাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী
উল্লেখযোগ্য রচনাবলি
  • টোয়াইলাইট সিরিজ
  • দ্য হোস্ট
  • দ্য কেমিস্ট
দাম্পত্যসঙ্গীক্রিশ্চিয়ান মাইয়ার (বি. ১৯৯৪)
সন্তান

স্বাক্ষর
ওয়েবসাইট
stepheniemeyer.com

স্টেফানি মাইয়ার (ইংরেজি: Stephenie Meyer; জন্মনাম মরগ্যান; জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৭৩) একজন মার্কিন কিশোর ঔপন্যাসিক এবং চলচ্চিত্র প্রযোজক, তিনি তার ভ্যাম্পায়ার রোমাঞ্চকর ধারাবাহিক টোয়াইলাইটের জন্য সুপরিচিত।[][][] টোয়াইলাইট উপন্যাস সমূহ বিশ্বজোড়ে খ্যাতি অর্জন করে এবং ১০০ মিলিয়নেরও অধিক বই বিক্ৰি হয়,[][] একইসাথে ৩৭টি ভিন্ন ভিন্ন ভাষায়ও অনূদিত হয়।[][] ২০০৮ সালে ২৯ মিলিয়ন[][] এবং ২০০৯ সালে ২৬.৫ মিলিয়ন[] বই বিক্রি করে মাইয়ার ২০০৮ এবং ২০০৯ সালে আমেরিকায় সর্বোচ্চ বইবিক্রেতা লেখক হন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের বইয়ের দোকানসমূহে টোয়াইলাইট ছিল সৰ্বাধিক বিক্ৰি হওয়া বই।[]

টাইম ম্যাগাজিনের ২০০৮ সালে ১০০ জন শীৰ্ষ প্ৰভাবশালী ব্যক্তির তালিকায়" মাইয়ার ৪৯তম স্থান দখল করেন,[] এবং ২০০৯ সালে বিশ্বের শীৰ্ষ ১০০জন ক্ষমতাধর সেলিব্রেটির তালিকায় ফোর্বস সেলিব্রেটির ২৬তম স্থান লাভ করেন। তার বার্ষিক উপাৰ্জন ৫০ মিলিয়ন ডলারের সীমা অতিক্ৰম করে।[১০] ২০১০ সালে বার্ষিক ৪০ মিলিয়ন ডলার উপাৰ্জনকারী হিসেবে ফোর্বস মাইয়ারকে সবথেকে ক্ষমতাধর ৫৯তম সেলিব্রেটির স্থান দেয়।[১১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হাৰ্টফোৰ্ড, কানেক্টিকাটে জন্মগ্রহণ করা স্টেফানি মাইয়ার, পিতা স্টিভেন এবং মাতা ক্যান্ডি মরগ্যানের ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়।[১২] পাঁচ ভাইবোন; সেথ, এমিলি, জেকব, পল এবং হেইডির সাথে তিনিও ফিনিক্স, অ্যারিজোনাতে বেড়ে উঠেন। তিনি স্কট্সডেল,আরিজোনায় চাপারল হাই স্কুলে শিক্ষাগ্ৰহণ করেন, যেখানে তার পূর্বের ইংরেজি শিক্ষক তাকে "মেধাবী তবে মাত্রাতিরিক্ত নয়" বলে স্মরণ করেন।[১৩] তিনি প্ৰভ, উটাহ-এর ব্রিঘাম ইয়াং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্ৰহণ করেন এবং ১৯৯৭ সালে সেখান থেকে ইংরেজিতে বি.এ. ডিগ্ৰি লাভ করেন।[১৪] চার বছর বয়সে মাইয়ার তার স্বামী, ক্রিশ্চিয়ানের সাথে আরিজোনায় সাক্ষাৎ পান এবং ১৯৯৪ সালে যখন উভয়ের বয়স ২০ বছর তখন বিবাহবন্ধনে আবদ্ধ হন। একত্রে তাদের তিনটি পুত্রসন্তান রয়েছে। পূর্বে হিসাব পরীক্ষক হিসেবে কাজ করা ক্রিশ্চিয়ান মাইয়ার বৰ্তমানে সন্তানদের দেখাশুনা করার জন্য অবসর গ্রহণ করেছেন।[১৫]

মাইয়ার যীশু খ্রিস্টের আধুনিক সন্ত চার্চ-এর একজন সদস্য; তিনি বলেন যে তার ধর্মবিশ্বাসে তিনি কঠোর এবং মদ্যপান বা ধূমপান করেন না।[১৬] টোয়াইলাইট লেখার আগে মাইয়ারের লেখার কোনো অভিজ্ঞতা ছিলনা, এমনকি টোয়াইলাইটের আগে তিনি একটি ছোটগল্পও লেখেন নি। লেখক হবার কোনো সম্ভাবনা নেই ভেবে তিনি আইন বিদ্যালয়ে যাবার সিদ্ধান্ত নেন; পরবর্তীতে তিনি উল্লেখ করেন যে তার বড়পুত্ৰ, গ্যাবের জন্ম তার মনের পরিবর্তন করে দেয় এবং তিনি বলেন "যখন গ্যাবের জন্ম হল, আমি শুধুমাত্র ওর মা হতে চেয়েছি।"[১৬] একজন লেখক হওয়ার আগে, পেশাদারী কাজ হিসেবে মাইয়ার শুধুমাত্র একটা সম্পদ-মালিকানা প্রতিষ্ঠানে অভ্যৰ্থনাকারী হিসেবে কাজ করেছেন।[১৫]

টোয়াইলাইট সিরিজ

[সম্পাদনা]

টোয়াইলাইট

[সম্পাদনা]

মাইয়ারের মতে ২০০৩ সালের ২ জুনে একটি স্বপ্নে তার মাথায় টোয়াইলাইটের ধারণাটি আসে।[১৭] স্বপ্নটি ছিল একজন মানবকন্যা এবং ভ্যাম্পায়ার সম্পর্কে, যে মেয়েটির প্ৰেমে পরে যায় কিন্তু তার রক্ত পান করার জন্য তৃষ্ণার্ত ছিল।[১৭] এটার উপর ভিত্তি করে মাইয়ার একটি খসড়া লিখেন যা বৰ্তমান বইয়ের ত্ৰয়োদশ অধ্যায়।[১৮] তিনমাসের ভিতর, তিনি তার স্বপ্নকে একটি পূর্ণাঙ্গ বইয়ে রূপ দেন,[১৯] যদিও টোয়াইলাইট প্ৰকাশ করার তার কোন ইচ্ছে ছিলনা বরং নিজের মনোরঞ্জনের জন্য তিনি লিখেছিলেন।[২০] বইটির প্ৰতি উৎসাহীত হয়ে তার বোন, মাইয়ারকে পাণ্ডুলিপিটি বিভিন্ন প্ৰকাশন সংস্থাসমূহে পাঠানোর জন্য জোড় দেন।[১৫]

তার লেখা ১৫টি চিঠির মধ্যে ৫টির কোনো উত্তর আসেনি, ৯টি থেকে তার প্ৰস্তাব প্ৰত্যাখ্যান করা হয় এবং শেষটিতে রাইটাৰ্স হাউসের জোডী রীমার কাছ থেকে আশাবাদী উত্তর পায়।[২১] ২০০৩ সালের এক নিলাম অনুষ্ঠানে আটটি প্ৰকাশক টোয়াইলাইটের প্ৰকাশন স্বত্বের জন্যে প্ৰতিদ্বন্দিতা করে।[২১] নভেম্বরে মাইয়ার লিটল, ব্ৰাউন এন্ড কোম্পানির সাথে তিনটি বই প্ৰকাশ করতে ৭৫০,০০০ ডলারে চুক্তিবদ্ধ হন।[২২] ২০০৫ সালে "টোয়াইলাইটের" প্ৰথম ৭৫,০০০ সংখ্যক বই প্ৰকাশিত হয়।[২১] প্ৰকাশের একমাসের ভিতর এটি শিশু গ্ৰন্থ বিভাগে "নিউ ইয়ৰ্ক টাইম্স বেষ্ট সেলার লিস্টে" পঞ্চম স্থান লাভ করে নেয়,[২৩] এবং পরে প্ৰথম স্থানে অধিষ্ঠিত হয়।[২৪] ২৬টিরও অধিক দেশে বইটির বৈদেশিক স্বত্ব বিক্ৰয় করা হয়।[২৫] পাবলিশার্স উইক্লিতে উপন্যাসটিকে বছরের শ্ৰেষ্ঠ গ্ৰন্থ বলে ঘোষণা করে এবং নিউ ইয়র্ক টাইমস একে "সম্পাদকের পছন্দ" হিসেবে গ্ৰহণ করে।[২৬]

পরবর্তী উপন্যাস

[সম্পাদনা]

টোয়াইলাইটের সফলতার পর মাইয়ার আরো তিনটি ধারাবাহিক; নিউ মুন(২০০৬), এক্লিপ্স(২০০৭) এবং ব্রেকিং ডন(২০০৮) এ লিখে কাহিনীকে এগিয়ে নিয়ে যান। প্ৰকাশের প্ৰথম সপ্তাহে নিউ মুন শিশু গ্ৰন্থ বিভাগে "নিউ ইয়ৰ্ক টাইমস বেস্ট সেলার লিস্টে" পঞ্চম স্থান অধিকার করে নেয় এবং দ্বিতীয় সপ্তাহে প্ৰথম স্থান দখল করে একই অবস্থানে এগার সপ্তাহ ধরে থাকে। এই তালিকাতে এটা প্ৰায় ৫০ সপ্তাহ সময় কাটায়।[২৭] এক্লিপ্স মুক্তির পর "টোয়াইলাইট" বইয়ের প্ৰথম তিনটি ধারাবাহিক "দ্য নিউ ইয়ৰ্ক টাইমস বেস্ট সেলার লিস্টে" প্ৰায় ১৪৩ সপ্তাহ জুড়ে থাকে।[১৯] টোয়াইলাইট সিরিজের চতুৰ্থ বই, ব্রেকিং ডনের প্ৰথম প্ৰকাশেই ৩.৭ মিলিয়ন বই ছাপা হয়।[২৮] প্ৰথম দিনেই এর ১.৩ মিলিয়নেরও অধিক বই বিক্ৰই হয়ে যায়।[২৯] জে কে রাউলিংয়ের দ্য টেলস্‌ অফ বিডল দ্য বার্ডের সাথে প্ৰতিদ্বন্দিতা সত্ত্বেও এটা মাইয়ারকে তার প্রথম ব্ৰিটিশ বুক এ্যাওয়ার্ড এনে দেয়।[৩০] এই ধারাবাহিকের বইসমূহ প্ৰায় ৩৭টি ভাষায়[৩১] গোটা বিশ্বজুড়ে ১০০ মিলিয়নেরও অধিক বিক্ৰি হয়।[] ২০০৮ সালে মাইয়ারের চারটি গ্ৰন্থই ইউএসএ টুডের' ইয়ার এন্ড বেস্টসেলার লিস্টের প্ৰথম চারটি স্থান অর্জন করে এবং বৰ্তমান পর্যন্ত এই স্থান দখল করা মাইয়ারই একমাত্ৰ সাহিত্যিক হবার সাথেসাথে ঐবছরের সর্বোচ্চ বইবিক্রেতা লেখক হিসেবে পরিগণিত হন।[] টোয়াইলাইট উপন্যাসসমূহ ইউএসএ টুডের ইয়ার এন্ড বেস্টসেলার লিস্টে, ২০০৯ সালে আবারো চারটি স্থান দখল করে নেয়।[৩২]

২০০৯ সালের আগস্ট মাসে, ইউএসএ টুডে ঘোষণা করে যে টানা ৫২ সপ্তাহ শীৰ্ষ ১০-এ অবস্থান করে, মাইয়ার তাদের বেস্টসেলার লিস্টে থাকা জে কে রাউলিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন।[৩৩] এই বইগুলো দ্য নিউ ইয়ৰ্ক টাইমস বেষ্ট সেলার লিস্টে ১৪৩ সপ্তাহ জুড়ে ছিল। বেলা সোয়ানের দৃষ্টিতে এই ধারাবাহিকের চতুর্থ খণ্ড রচনা শেষে, মাইয়ার ব্রেকিং ডনকে অন্তিম উপন্যাস হিসেবে নির্দেশ করতে পারেন।[৩৪] এডওয়ার্ড কালেনের দৃষ্টিকোণ থেকে রচিত মিডনাইট সান এই সিরিজের একটি সহ-উপন্যাস হবার কথা ছিল যেখানে টোয়াইলাইট উপন্যাসের ঘটনাসমূহ পুনর্ব্যক্ত হওয়ার কথা ছিল।[৩৫] মাইয়ার ব্রেকিং ডৌন মুক্তির কিছুদিন পরেই মিডনাইট সান মুক্তির কথা ভাবছিলেন। কিন্তু এর প্ৰায় ১২টি খসড়া অধ্যায় ইন্টারনেটে অজ্ঞাতে প্রকাশ পাওয়ায় মাইয়ার এর প্ৰকাশ অনিৰ্দিষ্টকাল পর্যন্ত বন্ধ করে দেন।[৩৬] এই কর্মকাণ্ডের পরিপ্ৰেক্ষিতে মাইয়ার টোয়াইলাইট অসম্পর্কিত বই লেখার সিদ্ধান্ত গ্ৰহণ করেন। মিডনাইট সানের কয়েকটি খসড়া অধ্যায় তিনি নিজ ওয়েবসাইটে প্রকাশ করেন।[৩৫] ২০১৫-তে, বেস্টসেলিং ফ্র্যাঞ্চাইজির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে তিনি লাইফ এন্ড ডেথ: টোয়াইলাইট রি-ইমাজিন্ড শিরোনামে, মূল মানবলিঙ্গের প্রধান চরিত্রের ইঙ্গিত করে, একটি বই প্রকাশ করেন।[৩৭]

অনুপ্ৰেরণা

[সম্পাদনা]

মাইয়ার শাৰ্লট ব্ৰন্টের রচিত জেন আয়ার, এল এম মন্টগোমেরি রচিত অ্যানে অব গ্রিন গেবলস্‌ এবং এর ধারাবাহিকসহ ইত্যাদি বহু উপন্যাসকে টোয়াইলাইট সিরিজের অনুপ্ৰেরণা বলে উল্লেখ করেছেন।[৩৮] ধারাবাহিকের প্ৰতিটি বইই কোন না কোন ধ্রুপদী সাহিত্যকৰ্মের দ্বারা প্ৰভাবিত হয়েছিল: টোয়াইলাইট জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস দ্বারা; নিউ মুন শেকসপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট দ্বারা; এক্লিপ্স এমিলি ব্রন্টির ইয়ুথারিং হাইটসের দ্বারা; এবং ব্রেকিং ডনের পটভূমি শেকসপিয়রের দ্য মার্চেন্ট অব ভেনিস[৩৯] এবং এ মিডসামার নাইট'স ড্রিম দ্বারা প্ৰভাবিত হয়েছিল।[৪০] মাইয়ার বলেন "আমি সারা জীবন ধরে বয়স্কদের জন্য লেখা বইসমূহ পড়ে আসছি। বয়স বাড়ার সাথেসাথে আমি উৎসুক বইপড়ুয়া হতে থাকি—বইয়ের আকার যত বড় হত, ভাল লাগার মাত্রাও তত বেশি হত।"[৪১] তিনি আরো বলেন যে তিনি অরসন স্কট কাৰ্ডের অনেক বড় একজন অনুরাগী এবং জেন অস্টিনের বইসমূহ "বছরে পুনরায় একবার না পড়ে তিনি থাকতে পারেন না"।[৪১]

মাইয়ার এও বলেন যে তার লিখনীতে সংগীতের যথেষ্ট প্ৰভাব রয়েছে এবং তিনি নিজের ওয়েবসাইটে তার বইগুলোকে অনুপ্ৰাণিত করা সংগীতসমূহের এক সূচী প্ৰকাশ করেন। মিউজ, ব্লু অক্টোবর, মাই কেমিক্যাল রোমান্স, কোল্ডপ্লে এবং লিঙ্কিন পার্ক এসবের মতো গানের-দল বেশিরভাগ ক্ষেত্রে তার গানের সূচীতে ছিল।[৪২][৪৩][৪৪][৪৫] অন্যান্য যেসব স্থান থেকে অনুপ্রেরণা পেয়েছেন তা টোয়াইলাইট সাগা য় উল্লেখ করেছেন যারমধ্যে- এক্স-ম্যান কার্টুন, এইচজিটিভি, এবং আয়রন ম্যান ছবিসমূহ, সামহোয়্যার ইন টাইম, স্ট্র্যাঞ্জার দেন ফিকশন, এবং বেবি মামা উল্লেখযোগ্য।[৩৮] মাইয়ার স্বীকার করেন যে একজন মরমন বিশ্বাসী হওয়ার কারণে তার লিখনীতে তার বিশ্বাসের প্ৰভাব পরেছে। বিশেষত, তিনি বলেন যে তার চরিত্রসমূহ "রূপক অর্থের তুলনায়, কোত্থেকে এসেছে, এবং কোথায় যাবে, এই বিষয়ের উপর বেশি চিন্তার রেখাপাত করেছে।"[৪৬] মাইয়ার বলেন যে তার উপন্যাসসমূহে তিনি কোনভাবে মরমন প্ৰভাবান্বিত করতে চাননি, না যৌন নিঃস্পৃহা বা ধাৰ্মিক পবিত্ৰতার পক্ষেও প্রচার চালান, বরং তার লিখনীকে মূল্যবোধের আকৃতি দিয়েছেন, এবং বলেন

আমি যেই হই না কেন, আমি মনে করিনা সেজন্য আমার বইসমূহ অনেক বেশি চিত্র-শিল্পকর্মের বা রহস্যঘন হোক। আমার গল্পে সবসময় অনেক আলোকময় দিক রয়েছে।[৪৭]

চলচ্চিত্ৰ অভিযোজন

[সম্পাদনা]

২০০৭ সালের এপ্রিলে সামিট এন্টারটেইনমেন্ট টোয়াইলাইটকে চলচ্চিত্ৰে রূপ দিতে কাজ শুরু করে। ক্যাথেরিন হাৰ্ডউয়িকের প্রযোজনা এবং মেলিজা রোজেনবাৰ্গের চিত্ৰনাট্যে নিৰ্মিত এই চলচ্চিত্রটিতে[৪৮] ক্রিস্টেন স্টুয়ার্ট বেলা সোয়ানের চরিত্রে, রবার্ট প্যাটিনসন এডওয়াৰ্ড কালেনের চরিত্রে এবং টেইলর লোটনার জেকব ব্ল্যাকের চরিত্রে অভিনয় করেন।[৪৯] চলচ্চিত্রটি ২১শে নভেম্বর ২০০৮ সালে মুক্তি দেয়া হয়।[৫০] এতে মাইয়ার নৈশভোজের একটি দৃশ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি চরিত্ৰে অভিনয় করেন।[৫১] টোয়াইলাইটের সফলতা দেখে সামিট এন্টারটেইনমেন্ট ২০০৮ সালের নভেম্বর মাসে এর ধারাবাহিক চলচ্চিত্র দ্য টোয়াইলাইট সাগা: নিউ মুন, নিৰ্মাণের শুভ সংকেত দেয়।[৫২] ২০ নভেম্বর ২০০৯ সালে মুক্তি পাওয়া[৫৩] চলচ্চিত্রটি ক্ৰিস ওয়েইটজার পরিচালনা করেন।[৫৪] ফেব্ৰুয়ারি,২০০৯-এ সামিট এই ধারাবাহিকের তৃতীয় বই, দ্য টোয়াইলাইট সাগা: এক্লিপ্স নিৰ্মাণ নিশ্চিত করে।[৫৫] ডেভিড স্ল্যাডের পরিচালনায় ৩০জুন, ২০১০ সালে এটি মুক্তি পায়। ২০০৮ সালের নভেম্বর মাসে সামিট ব্রেকিং ডৌনের স্বত্ব ক্ৰয় করে,[৫৬] এবং ২০১০-এর জুনে একটি দুই-খণ্ডের চলচ্চিত্ৰ নিৰ্মাণের অনুমোদন দিয়ে একই বছরের শেষের দিকে চলচ্চিত্ৰ নিৰ্মাণ শুরু করে।[৫৭] এই ধারাবাহিক চলচ্চিত্রের প্ৰথম খণ্ডটি ১৮ নভেম্বর, ২০১১ সালে মুক্তি পায় এবং দ্বিতীয় খণ্ডটি ১৬ নভেম্বর, ২০১২ সালে মুক্তি পায়।[৫৮]

দ্য হোস্ট

[সম্পাদনা]

২০০৮ সালের মে মাসে লিটল, ব্ৰাউন এন্ড কোম্পানীর বয়স্ক শাখায় মাইয়ারের বয়স্ক বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস, দ্য হোস্ট প্ৰকাশ পায়। এতে মেলানি স্ট্রাইডার নামের এক কমবয়সী মহিলা এবং ওয়ান্ডারার নামের এক আক্ৰমণকারী ভিনগ্ৰহী "সত্তা"র কাহিনী বৰ্ণিত হয়েছে, যাদের এক হয়ে কাজ করার জন্য বাধ্য করা হয়। দ্য হোস্ট দ্য নিউ ইয়ৰ্ক টাইমস বেষ্ট সেলার লিস্টে প্ৰথম স্থান অর্জন করে আত্মপ্ৰকাশ করে[৫৯] এবং সেই তালিকায় প্ৰায় ২৬ সপ্তাহজুড়ে থাকে।[৬০] মাইয়ার বলেন যে তিনি হোস্ট সিরিজের পরবৰ্তী বইসমূহের উপর কাজ করছেন, এবং তিনি একটি ত্ৰিলোজি লেখার পরিকল্পনা করেছেন যার দ্বিতীয় বইয়ের নাম থাকবে "দ্য সোল" এবং তৃতীয় বইয়ের নাম থাকবে "দ্য সীকার"।[৬১] কানসাস সিটিতে অনুষ্ঠিত এক প্ৰশ্নোত্তর অনুষ্ঠানে মাইয়ার বর্ণনা করেন যে তিনি ধারাবাহিক সমূহের বাহ্যিক চিত্ৰ ফুটিয়ে তোলার সাথেসাথে কিছু লেখাও সম্পূৰ্ণ করেছেন, তবে তিনি কিছুটা দুটানায় পরেছেন কারণ দ্য হোস্টের জগত একখান "ভয়ানক জায়গা", যেখানে চরিত্ৰসমূহের মৃত্যু ঘটিতে পারে, এবং তিনি নিশ্চিত না যে তার চরিত্ৰসমূহের মৃত্যু ঘটাবেন নাকি ঘটাবেন না।[৬২]

চলচ্চিত্ৰ অভিযোজন

[সম্পাদনা]

আন্ড্রিউ নিকোলের পরিচালনায় উপন্যাসটি থেকে চলচ্চিত্ৰ নির্মাণ করা হয়, এতে মেলানী স্ট্রাইডার চরিত্রে সাওরস রোনান, জ্যারেড হোউ চরিত্রে ম্যাক্স আয়রন্স এবং ইয়ান ও’শী চরিত্রে জ্যাক আবেল অভিনয় করেন।[৬৩][৬৪] চলচ্চিত্ৰটি ২৯ মার্চ, ২০১৩-তে মুক্তি পাওয়ার পর নেতিবাচক প্রভাব ফেলে।[৬৫][৬৬]

বিশ্লেষণ

[সম্পাদনা]

অভ্যর্থনা

[সম্পাদনা]
২০০৭ সালে এক্লিপ্সের প্ৰচারণামূলক ভ্ৰমণের সময়ে মাইয়ার।

এন্টারটেইনমেন্ট উয়িকলীতে বলা হয় "এনি রাইসের পরে মাইয়ারই পৃথিবীর সবথেকে জনপ্ৰিয় ভ্যাম্পায়ার ঔপন্যাসিক",[৬৭] এবং দ্য গার্ডিয়ান মাইয়ারকে "একজন কল্পনাশক্তি সম্পন্ন কাহিনীকার, একজন সৃজনশীল সাহিত্যিক এবং প্ৰকাশন জগতে এক নতুন শক্তিশালী ব্যক্তি" বলে অভিহিত করে।[৬৮] টরন্টো সানের ওয়েইন জেইন্স এই বলে সহমত পোষণ করেন যে, "মাইয়ারের সফলতা অন্য একটি মোড় দেখিয়ে দিয়েছে— বিগত কয়েক বছরের বেষ্ট সেলার লিস্টের ভার্চুয়াল আধিপত্য সাধারণত তরুণ কল্পকাহিনীর উপর শ্রেণীবদ্ধ হয়েছে," এবং জানান,

নতুন কোন হ্যারি পটার অভিযানের অনুপস্থিতির কারণে- কিশোর, কল্পকাহিনীয়ে উৎসাহী এবং নারীরা (বেশীরভাগ বিক্রি মহিলাদের কাছে), যারা মাইয়ারের তৈরি পবিত্র ভালোবাসার জন্য মেয়ের, সতীত্বপূর্ণ ‘জ্যামস ডিনীয়’ ভ্যাম্পায়ারের ধারণায় বিমুগ্ধ হয়েছিল।"[৬৯] দ্য টাইমসের টাইমন স্মিথ, মাইয়ারকে "তরুণ কল্পকাহিনীর সুপারস্টার" আখ্যা দিয়েছেন।[৭০]

মাইয়ারকে ইউএসএ টুডে ২০০৮ সালে "বর্ষসেরা সাহিত্যিক" হিসেবে,[৭১] আখ্যা দেয়ার সাথে তাকে এমএসএন লাইফস্টাইলের ২০০৮ সালের সবথেকে প্ৰভাবশালী মহিলা হিসেবেও আখ্যা দেয়, যেখানে তাকে সাহিত্যিক জ্যোতিষ্ক নামে উল্লেখ করা হয়।[৭২] তিনি টাইম ম্যাগাজিনের "২০০৮ সালের সবথেকে প্ৰভাবশালী ১০০জন ব্যক্তি"র তালিকায় ৪৯তম স্থান অধিকার করেন,[] এবং তাদের "পিপল হো ম্যাটার্‌ড" এর তালিকায় লেভ গ্রোসম্যানের সাথে স্থান পান, যেখানে উল্লেখ করা হয়, "হয়ত আমেরিকানরা মরমন প্রেসিডেন্সিয়াল প্রার্থী নির্বাচনে প্রস্তুত নয়। তবে তারা বছরের বেস্ট সেলিং ঔপন্যাসিক হিসেবে মরমন বিশ্বাসীকে অভিষেক করতে অধিক প্রস্তুত।"[৭৩] মাইয়ার দ্য অ্যারিজোনা রিপাবলিকের "উপত্যকার সবথেকে আকর্ষণীয় ব্যক্তিত্ব" হিসেবে ডিসেম্বর ২০০৮-এ নির্বাচিত হন।[৭৪]

সাহিত্যিক অরসন স্কট কাৰ্ড বলেন যে "স্টেফানি মাইয়ারের লেখনী অতি প্ৰাঞ্জল, তিনি কখনো পাঠক এবং তাদের স্বপনের মধ্যে অবস্থান করেন না। তিনিই প্ৰকৃত জন"।[৭৫] স্কট, মাইয়ারকে এক "অপূৰ্ব প্ৰতিভা" বলে আখ্যায়িত করেন।[৭৬] নিউজউইকের এক সাক্ষাৎকারে, লেখক জডি পিকাল্ট বলেন, "স্টেফানি মাইয়ার লোকজনকে বই পড়ায় আবদ্ধ করেছেন, যা আমাদের সবার জন্য মঙ্গলজনক।"[৭৭] মাইয়ার ফোর্বসে "হলিউডের সৰ্বাধিক উপাৰ্জনকারী মহিলা"র তালিকাতে পঞ্চম স্থান লাভ করেন, যেটাতে তিনিই একমাত্ৰ লেখিকা ছিলেন। উল্লেখ করা হয় যে "টোয়াইলাইট সিরিজ তরুণ-বয়সী ভ্যাম্পায়ার বইগুলো প্রকাশনা এবং চলচ্চিত্র জগতে ঝড় বইয়ে দিয়েছে।"[৭৮]

মাইয়ার ভ্যানিটি ফেয়ারের ২০০৯ সালের "টপ ১০০ ইনফরমেশন এজ পাওয়ারস্‌" এর তালিকায় ৮২তম স্থান অর্জন করেন।[৭৯] জীবনকাহিনীমূলক কমিকের একটি নিবন্ধে মাইয়ার ফিমেইল ফোর্স হিসেবে উদ্ভাসিত হন, যেখানে ব্লুওয়াটার প্রোডাকশন শিরোনামে সমাজ এবং পপ-সংস্কৃতির প্ৰভাবশালী নারীদের প্রচার করা হয়।[৮০] এই কমিকে পূর্বে যেসব নারীদের জীবনকাহিনী প্রকাশিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন- অপরাহ উইনফ্রে এবং প্রিন্সেস ডায়ানা[৫৩] ২০১১-তে সিইও-ওয়ার্ল্ড ম্যাগাজিন তাকে সিইও-ওয়ার্ল্ড ম্যাগাজিনের শীর্ষ নারী চিত্তবিনোদনকারীদের একজন বলে গণ্য করে।[৮১] আমাজন কর্তৃক প্ৰকাশিত এক তালিকা অনুযায়ী জে কে রাউলিংকে পেছনে ফেলে মাইয়ার হচ্ছেন এই দশকের দ্বিতীয় সৰ্বাধিক বই বিক্ৰি হওয়া সাহিত্যিক।[৮২]

অনুরাগী

[সম্পাদনা]

টোয়াইলাইট উপন্যাসসমূহ ওয়াশিংটন অঙ্গরাজ্যের অলিম্পিক উপদ্বীপের একটি ছোট্ট শহর ফোৰ্কসে্‌র উপর লিখিত, যা তাকে প্রচুর তরুণ বয়স্ক-পাঠক ভক্ত এনে দিয়েছে। এভাবে ফোৰ্কসে্র ভক্তদের আকৰ্ষণ লাভ করে এবং ভক্ত-অনুরাগীরা ১৩ সেপ্টেম্বর বেলা সোয়ানের জন্মদিনে স্টেফানি মাইয়ার দিবস পালন করে।[৮৩] ভক্ত-অনুসারীরা তাদের বিভিন্ন ভাবে উপস্থাপন করে: [তারা] বেলা সোয়ানের চরিত্রের মতো করে পোশাক পরিধান করে। তারা তাদের নিজেদের সম্বন্ধে গল্প লিখে এবং গল্পগুলো ইন্টারনেটে প্রকাশ করে। তিনি যখন একটি বই-বিতানে গিয়েছিলেন, তখন ৩,০০০ লোক তার সাথে দেখা করতে আসে। তাছাড়া টোয়াইলাইট-সম্পর্কিত কিছু রক-ব্যান্ডও রয়েছে।[৮৪]

সমালোচনা

[সম্পাদনা]

মাইয়ারকে জে কে রাউলিংয়ের সাথে তুলনা করে স্টিভেন কিং বলেন:আসল পাৰ্থক্যটা হল জে রাউলিং এক চমৎকার লেখক আর স্টেফানি মাইয়ার প্ৰায় লেখা জানেনই না। সে তেমন একটা ভালোও না।[৮৫][৮৬]

কিং বলেন:

লোকেরা এর কাহিনী, এবং এর গতি দ্বারা আকৰ্ষিত হয়, বিশেষকরে মাইয়ারের ক্ষেত্ৰে মনে হয় যেন, মাইয়ার তরুণীদের পুরো প্ৰজন্মের জন্য বইগুলো লিখেছেন যাতে প্ৰেম এবং যৌনতার এক নিরাপদ সম্পৃক্তি তুলে এনেছেন। এটা উত্কণ্ঠা এবং শিহরণদায়ক কিন্তু কোনভাবেই আশঙ্কাজনক নয় কারণ এটা অত্যধিক যৌনতাপূৰ্ণ নয়।

তিনি আবার বর্ণনা করেন:

বাহ্যিক অনেক দিক এখানে চিত্রায়িত হয়েছে, যেমন- ভ্যাম্পায়ার তার অগ্রবাহু অথবা হাতের ত্বক স্পর্শ করলে সে ভয়ে উষ্ণ-শীতল হয়ে চমকে উঠে। যা তরুণীদের জন্য, এই অনুভূতিটা তৎক্ষণাৎ উপলব্ধি করা অবাঞ্চক।[৮৬]

নারীবাদী লেখকদের দ্বারা মাইয়ার অ-নারীবাদী বলে সমালোচিত হয়েছেন। গোটা সিরিজে এক নিন্দাজনক সম্পৰ্কের প্ৰেমচর্চা করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, এডওয়ার্ড কেন্দ্ৰিক বেলার জীবনে সব সময়ে বিপদ ঘণ্টা বেজেই থাকে; তার জীবনে কখনো নিজের কোন নিয়ন্ত্ৰণ নাই; তার জীবন, তার কুমারীত্ব এবং তার মানবত্ব সকল বিষয় রক্ষা করা এডওয়ার্ডের সামৰ্থের উপর নিৰ্ভরশীল; এমনকি এডওয়ার্ডের সাথে সম্পর্কের ফলে বেলাই শারীরিকভাবে আঘাত পায়।[৮৭][৮৮][৮৯] মাইয়ার এই সমালোচনা নাকচ করে বলেন যে বইটি বেলার পছন্দের উপরেই কেন্দ্ৰ করে এবং তার বিপদগ্ৰস্থ নারী চরিত্ৰটি তার মানবতারই পরিচয় বহন করে।[৯০]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৯৪ সালে স্টেফানি মাইয়ার, ক্রিস্টিয়ান মাইয়ারকে বিয়ে করেন। একত্রে তাদের তিনটি পুত্রসন্তান রয়েছেঃ গ্যাব, সেথ এবং এলি। এই পরিবার ক্যাভ ক্ৰিক, আরিজোনাতে বসবাস করেন,[৯১] এবং ওয়াশিংটনের মেরোস্টোনল্যান্ড দ্বীপে একটা ঘরও কিনেছেন।[৯২]

চলচ্চিত্র প্রযোজনা

[সম্পাদনা]

মাইয়ার একজন চলচ্চিত্র প্রযোজকও। প্ৰযোজক মেঘান হিবেটের সাথে একত্ৰে তিনি ২০১১-তে নিজস্ব এক প্ৰযোজনা প্ৰতিষ্ঠান শুরু করেন। যার নাম হচ্ছে ফিকল ফিশ ফিল্মস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ডিসেম্বর ২০১৭ তারিখে। মাইয়ার ২০১১ সালের বেশিরভাগ সময় ব্রেকিং ডৌনের দুই খণ্ড[৯৩] এবং শেনন হ্যালের উপন্যাস অস্টিনল্যান্ড প্ৰযোজনা করে কাটান।[৯৪]

১২ ফেব্ৰুয়ারি, ২০১২-তে মাইয়ার নিজের ওয়েবসাইটে ঘোষণা দেন যে ১৩ ফেব্ৰুয়ারি সোমবার থেকে তার উপন্যাস, দ্য হোস্টের চিত্ৰগ্ৰহণ শুরু হবে, যার প্ৰযোজক তিনি নিজেই।[৯৫]

এপ্ৰিল ২০১২-তে মাইয়ার ঘোষণা করেন যে তিনি লোইস ডানকানের উপন্যাস ডাউন এ ডাৰ্ক হলের প্ৰযোজনা করবেন।[৯৬]

অন্যান্য কর্মকাণ্ড

[সম্পাদনা]
২০০৯ সালে মাইয়ার

মাইয়ারের একটি ছোটগল্প অতিপ্রাকৃতিক প্ৰভাব সংবলিত কিছু ভয়ানক প্ৰম নিশা বিষয়ে লেখা গল্পের সংকলন আকারে প্রম নাইটস ফ্রম হেল-এ প্রকাশিত হয়। মাইয়ারের গল্প “হেল অন আৰ্থ”, শ্বেবা নামের এক দানব এবং গেব নামের এক অৰ্ধ-দেবদূতের প্ৰেমকাহিনী সংবলিত ছিল। এই সংকলনে অন্যান্য যেসকল লেখক অবদান রাখেন, তারা হলেন- মেগ ক্যাবট, কিম হ্যারিসন, মিশ্যাল জ্যাফ এবং লোরেন মাইরাকল। প্রম নাইটস ফ্রম হেল ২০০৭ সালের এপ্রিল মাসে প্রকাশ পায়।

মাইয়ার অন্যান্য কয়েকটি বইয়ের ধরাণা উল্লেখ করেছেন, এদের মধ্যে রয়েছে "সামার হাউস" শীৰ্ষক একটি ভৌতিক গল্প, এবং সময়-ভ্রমণ বিষয়ে একটি উপন্যাস,[৯৭] এমনকি জলপরীদের নিয়েও অন্য একটি উপন্যাস।[৯৮][৯৯] ২০০৮ সালের ২৮ আগস্ট, ঘোষণা করা হয় যে মাইয়ার জেক্স মেনকিনের মিউজিক ভিডিও "দ্য রিজলিউশন"-এর চিত্ৰনাট্য লিখেছেন, এর পরের সপ্তাহে তিনি এর সহ-প্রযোজনা করেন।[১০০][১০১]

২০০৯ সালে মাইয়ার নিজ থেকে কাপড়ের এক শৈলী আরম্ভ করতে স্কেটবোর্ড এবং কাপড়ের প্ৰতিষ্ঠান হোবো স্কেট কোম্পানীর সাথে যুক্ত হন এবং টি-শার্ট ও স্কেটবোর্ড সহ তার বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস দ্য হোস্টের সাথে সম্পৰ্কিত বস্ত্র-শৈলী তৈরি করেন।[১০২] ২০১০ সালের ১০ মাৰ্চে ঘোষণা করা হয় যে মাইয়ার দ্য শর্ট সেকেন্ড লাইফ অব ব্রী টেনার নামের ২০০পৃষ্ঠার একটি উপন্যাস রচনা করেছেন। ৫ জুন, ২০১০-এ তার এই বই প্ৰকাশিত হয় এবং ৭জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে মাইয়ারের আনুষ্ঠানিক ওয়েবসাইটে বইটি বিনামূল্যে রাখা হয়।[১০৩][১০৪]

২০০৯-এর এপ্রিলে, মাইয়ারের বন্ধু ফেইথ হোশহ্যাল্টারের স্তন ক্যানসার ধরা পড়ার পর, মাইয়ার তার বন্ধু হোশহ্যাল্টারের মেডিকেল বিল পরিশোধ করতে সহায়তার জন্য প্রোজেক্ট বুক ব্যাব নামে জনহিতকর অনুষ্ঠানে অংশ নেন। মাইয়ার অনেক অগ্রিম রিডার কপি দান করেন এবং মূল পাণ্ডুলিপি নিলামে তুলেন।[১০৫][১০৬] একই বছর, মাইয়ার হোবো স্কেট কোম্পানীর সাথে জড়িত হয়ে দ্য হোস্ট-সংবলিত স্কেটবোর্ড নিলামে তুলেন, যা ১৫০০ ডলারে বিক্রি করে দাতব্য সংস্থায় দান করা হয়।[১০২]

২০১৫ সালের ডিসেম্বরে ঘোষণা করা হয় যে মাইয়ার, ড্যানিয়েল ও’ম্যালির বই, দ্য রকের উপর ভিত্তি করে একটি টেলিভিশন সিরিজ নির্মাণ করছেন। এই প্রোগ্রামটি হুলু চ্যানেলে প্রদর্শন করা হবে এবং যুক্তরাজ্যের একটি চ্যানেল ঘোষণা করা হবে।[১০৭]

জুলাই ২০১৬-তে, ঘোষণা করা হয় যে তিনি "তার আগের নিয়োগকর্তাদের মধ্য থেকে সরে পড়ার চেষ্টাকারী একজন পূর্ব-প্রতিনিধি" সম্পর্কে, দ্য কেমিস্ট , শিরোনামে একটি গুয়েন্দা গল্প লিখেছেন । বইটি ৮ই নভেম্বর, ২০১৬-তে প্রকাশিত হয়।[১০৮]

গ্রন্থপঞ্জী

[সম্পাদনা]
  1. টোয়াইলাইট (২০০৫)
  2. নিউ মুন (২০০৬)
  3. এক্লিপ্স (২০০৭)
  4. ব্রেকিং ডৌন (২০০৮)
  • দ্য শর্ট সেকেন্ড লাইফ অব ব্রী টেনার (২০১০)
  • দ্য টোয়াইলাইট সাগা: দ্য অফিশিয়াল ইলাস্ট্রেটেড গাইড (২০১১)
  • লাইফ এন্ড ডেথ: টোয়াইলাইট রি-ইমাজিন্ড (২০১৫)
  • (অংশ,২০০৭)

অন্যান্য গ্রন্থ

[সম্পাদনা]
  • দ্য হোস্ট (২০০৮)
  • দ্য কেমিস্ট (২০১৬)

ছোট গল্প

[সম্পাদনা]
  • "হেল অন আর্থ", প্রম নাইটস ফ্রম হেল-এ প্রকাশিত (২০০৯)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lev Grossman (নভেম্বর ১৩, ২০০৯)। "It's Twilight in America"Time। জানুয়ারি ১৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৩, ২০০৯(সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য)) 
  2. Claudia Parsons (নভেম্বর ২১, ২০০৮)। ""Twilight" publisher sees film boosting book sales"Reuters। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০১০ 
  3. Kenneth Turan (নভেম্বর ২১, ২০০২)। "Movie Review: 'Twilight'"LA Times। সংগ্রহের তারিখ নভেম্বর ২১, ২০০৮ 
  4. John A. Sellers (মার্চ ৩০, ২০১০)। "New Stephenie Meyer Novella Arriving in June"। Publishers Weekly। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০১০ 
  5. Bob Minzesheimer and Anthony DeBarros (জানুয়ারি ১৫, ২০০৯)। "Sellers basked in Stephenie Meyer's 'Twilight' in 2008"USA Today। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৬, ২০০৯ 
  6. "The World's Most Powerful Celebrities: #26 Stephenie Meyer"। Forbes। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০০৯ 
  7. Diane Roback (মার্চ ২২, ২০১০)। "Children's Bestsellers 2009: The Reign Continues"Publishers Weekly। সংগ্রহের তারিখ এপ্রিল ৪, ২০১০ 
  8. Debarros, Anthony; Cadden, Mary; DeRamus, Kristin; Schnaars, Christopher (জানুয়ারি ১৪, ২০০৯)। "The top 100 titles of 2008"USA Today। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৬, ২০০৯ 
  9. "The 2008 Time 100 Finalists"। এপ্রিল ১, ২০০৮। ফেব্রুয়ারি ৩, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০০৯ 
  10. Gil Kaufman (জুন ৪, ২০০৯)। "Angelina Jolie, Oprah, Madonna Top Forbes Celebrity 100"। MTV। জুন ৭, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১০, ২০০৯ 
  11. "The Celebrity 100"। Forbes.com। জুন ৩, ২০০৯। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  12. "Stephenie Meyer Biography"biography.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ৮, ২০১৬ 
  13. Graham, Caroline (এপ্রিল ১৯, ২০১৪)। "Twilight life of Stephenie Meyer, the world's biggest author"Daily Mail। London। 
  14. Cracroft, Richard H. (Winter ২০০৮)। "YA Novels and Mormon Memoirs"। Brigham Young University Magazine। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০০৮ 
  15. Damian Whitworth (মে ১৩, ২০০৮)। "Harry who? Meet the new J.K. Rowling"। London: The Times। মে ১৩, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  16. Tony-Allen Mills (আগস্ট ১০, ২০০৮)। "News Review interview: Stephenie Meyer"। London: The Times। সেপ্টেম্বর ১৭, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  17. "The Story Behind ''Twilight''"। StephenieMeyer.com। জুলাই ৩০, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  18. Walker, Michael R. (Winter ২০০৭)। "A Teenage Tale With Bite"। Brigham Young University Magazine। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০০৮ 
  19. Lev Grossman (এপ্রিল ২৪, ২০০৮)। "Stephenie Meyer: A New J.K. Rowling?"Time। মে ২৩, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৩০, ২০০৯(সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য)) 
  20. "BookStories Interview with Stephenie Meyer"BookStories। Changing Hands Bookstore। আগস্ট ২০০৬। ২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  21. "Stephenie Meyer By the Numbers"Publishers Weekly। ডিসেম্বর ৫, ২০০৮। ২০০৮-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-১৫ 
  22. Karen Valby। "Stephenie Meyer: Inside the 'Twilight' Saga"Entertainment Weekly। নভেম্বর ৫, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  23. "Her Literary Career – Stephenie Meyer"Time। আগস্ট ১২, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  24. "Children's Books – New York Times"The New York Times। জুন ১৭, ২০০৭। নভেম্বর ২৩, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০০৯ 
  25. "Stephenie Meyer"Waterstone's। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  26. Larry Carroll (মে ৯, ২০০৮)। "Official 'Twilight' Synopsis Sadly Lacking In 'OME!' Exclamations"। MTV। আগস্ট ২৭, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  27. Children's Books: Best Sellers ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ অক্টোবর ২০১৫ তারিখে from The New York Times, August 2007
  28. Jacks, Brian (আগস্ট ৪, ২০০৮)। "'Breaking Dawn' Sells 1.3 Million Copies in One Day"। MTV.com। আগস্ট ২৮, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৯, ২০০৮ 
  29. Memmott, Carol (আগস্ট ৪, ২০০৮)। "Record-breaking sales for 'Breaking Dawn'"USA Today। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০১০ 
  30. Hephzibah Anderson (এপ্রিল ৩, ২০০৯)। "Obama's 'Dreams,' Meyer's Vampires Capture 'Nibbie' Book Awards"। Bloomberg.com। সংগ্রহের তারিখ এপ্রিল ১১, ২০০৯ 
  31. Anita Singh (আগস্ট ২২, ২০০৮)। "Harry Potter under threat from Bella Swan in new vampire film Twilight"The Daily Telegraph। London। জানুয়ারি ২৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১, ২০০৮ 
  32. Bob Minzesheimer and Anthony DeBarros (জানুয়ারি ১৪, ২০১০)। "Stephenie Meyer's 'Twilight' series sweeps top four spots"USA Today। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০১০ 
  33. Carol Memmott and Mary Cadden (আগস্ট ৫, ২০০৯)। "Twilight series eclipses Potter records on Best-Selling list"USA Today। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০১০ 
  34. "Twilight Series | Breaking Dawn"। Stepheniemeyer.com। ডিসেম্বর ১৩, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  35. "Twilight Series | Midnight Sun"। Stepheniemeyer.com। আগস্ট ২৮, ২০০৮। আগস্ট ৩০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  36. "Stephenie Meyer spits dummy, dumps book after spoiler post"। www.meeja.com.au। সেপ্টেম্বর ৩, ২০০৮। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩, ২০০৮ 
  37. Maane Khatchatourian। "'Twilight' Gets Gender-Swapped Novel - Variety"Variety 
  38. Karen Valby (নভেম্বর ৫, ২০০৮)। "Stephenie Meyer: 12 of My 'Twilight' Inspirations"Entertainment Weekly। সেপ্টেম্বর ২৫, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০০৮ 
  39. "Frequently Asked Questions: Breaking Dawn"। ডিসেম্বর ১৪, ২০০৮। জুলাই ১২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৪, ২০০৯"What was the other book besides Midsummer Night's Dream that you said influenced Breaking Dawn?" As noted above, it was The Merchant of Venice. 
  40. Proctor, Maurine (আগস্ট ৮, ২০০৮)। "Stephenie Meyer's Twilight"Meridian। ১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১১, ২০০৮ 
  41. "Author Interview: Stephenie Meyer"। Hachette Book Group। ৯ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০০৯ 
  42. "Twilight Series | Twilight | Playlist"। Stepheniemeyer.com। জুলাই ১১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  43. "Twilight Series | New Moon | Playlist"। Stepheniemeyer.com। জুন ২০, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  44. "Twilight Series | Eclipse | Playlist"। Stepheniemeyer.com। মে ২৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  45. "Twilight Series | Breaking Dawn | Playlist"। Stepheniemeyer.com। জুন ২০, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  46. Trachtenberg, Jeffrey A. (আগস্ট ১০, ২০০৭)। "Booksellers Find Life After Harry in a Vampire Novel"The Wall Street Journal। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১১, ২০০৮ 
  47. Mills, Tony-Allen (আগস্ট ১০, ২০০৮)। "News Review interview: Stephenie Meyer"The Times। London। সেপ্টেম্বর ১৭, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১২ 
  48. Fleming, Michael Hardwicke to direct Meyer's 'Twilight', Variety (October 2, 2007)
  49. "Twilight Series | Twilight | Twilight the Movie"। Stepheniemeyer.com। মে ২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  50. Weiss, Sabrina Rojas (আগস্ট ১৫, ২০০৮)। "Did 'Harry Potter' Release Date Change To Avoid 'Twilight' Competition?"। MTV। আগস্ট ২৮, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০১০ 
  51. Larry Carroll (এপ্রিল ৪, ২০০৮)। "Exclusive: 'Twilight' Author Stephenie Meyer Shoots Movie Cameo"। MTV। ফেব্রুয়ারি ১৭, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০০৯ 
  52. Carroll, Larry (নভেম্বর ২২, ২০০৮)। "'Twilight' Sequel Confirmed: 'New Moon' To Hit The Big Screen"MTV। MTV Networks। মার্চ ১৫, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২০, ২০০৯ 
  53. Sperling, Nicole (ডিসেম্বর ১০, ২০০৮)। "'Twilight' sequel: New details on 'New Moon'"Entertainment WeeklyTime Inc। ৯ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০১০ 
  54. Carroll, Larry (ডিসেম্বর ১৩, ২০০৮)। "BREAKING: Chris Weitz Named 'New Moon' Director, While Taylor Lautner Comes Up Short"MTV। MTV Networks। মার্চ ৯, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০১০ 
  55. "Summit Entertainment Starts Production on The Twilight Saga: Eclipse" (সংবাদ বিজ্ঞপ্তি)। Summit Entertainment। আগস্ট ১৮, ২০০৯। সংগ্রহের তারিখ আগস্ট ১৮, ২০০৯ 
  56. Steven Zeitchik (নভেম্বর ১৪, ২০০৮)। "'Twilight' film franchise looks ahead"। The Hollywood Reporter। ডিসেম্বর ৪, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১২, ২০১০ 
  57. "The Twilight Saga: Breaking Dawn Confirmed for Two Films"। comingsoon.net। জুন ১১, ২০১০। সংগ্রহের তারিখ জুন ১১, ২০১০ 
  58. "Twilight: Breaking Dawn Release Date Set"। comingsoon.net। মে ৫, ২০১০। সংগ্রহের তারিখ জুন ১১, ২০১০ 
  59. "Books – Best-Seller Lists"The New York Times। মে ২৫, ২০০৮। জুন ৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  60. "The 25 Entertainers of the Year"Entertainment Weekly। নভেম্বর ১৩, ২০০৮। অক্টোবর ২২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৩, ২০০৮ 
  61. Carroll, Larry (এপ্রিল ৯, ২০০৮)। "'Twilight' Writer Stephenie Meyer Wants Matt Damon For 'Host' Movie – Movie News Story MTV Movie News"। Mtv.com। এপ্রিল ২৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  62. "The Host Tour – Kansas City"। The Host Lexicon। ফেব্রুয়ারি ১২, ২০১১। ৩০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৭, ২০১১ 
  63. McNary, Dave (মে ১২, ২০১১)। "Meyer's 'Host' finds a helmer"Variety 
  64. Staskiewicz, Keith (মে ৩, ২০১১)। "Saoirse Ronan cast in film of Stephenie Meyer's 'The Host'"Entertainment Weekly। অক্টোবর ২২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৬, ২০১৭ 
  65. "'The Host' Lands Release Date: Here's What We Know About Stephenie Meyer Adaptation"। MTV.com। জুন ২৭, ২০১১। জানুয়ারি ১৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০১১ 
  66. Lee, Stephan (এপ্রিল ১, ২০১৩)। "Box office report: 'G.I. Joe' wins Easter Weekend with a muscular $41.2M"CNN। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০১৩ 
  67. Gregory Kirschling (আগস্ট ২, ২০০৭)। "Stephenie Meyer's 'Twilight' Zone"Entertainment Weekly। এপ্রিল ২১, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১৪ 
  68. "All fangs, no bite"। London: The Guardian। আগস্ট ৭, ২০০৮। সংগ্রহের তারিখ আগস্ট ১৬, ২০০৯ 
  69. Wayne Janes (ডিসেম্বর ২৮, ২০০৮)। "The might of bite"। Toronto Sun। অক্টোবর ২৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২৩ 
  70. Tymon Smith (আগস্ট ৭, ২০০৯)। "Stephanie [sic] Meyer vs Jordan Scott"। The Times। ২০১০-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২৩ 
  71. "Books year in review"USA Today। ডিসেম্বর ২৮, ২০০৮। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০০৯ 
  72. "MSN Lifestyle's Most Influential Women of 2008"। MSN। ফেব্রুয়ারি ১০, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০০৯ 
  73. Lev Grossman (ডিসেম্বর ১৭, ২০০৮)। "People Who Mattered: Stephenie Meyer"Time। মে ২৫, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০০৯(সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য)) 
  74. Jaimee Rose (ডিসেম্বর ২৭, ২০০৮)। "Valley's most fascinating people: Stephenie Meyer"The Arizona Republic। নভেম্বর ৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০০৯ 
  75. Orson Scott Card (এপ্রিল ৩০, ২০০৯)। "The 2008 Time 100: Stephenie Meyer"Time। মে ২৪, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০০৯ 
  76. "The Host"। StephenieMeyer.com। এপ্রিল ৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  77. Jennie Yabroff (এপ্রিল ১১, ২০০৯)। "Why Is It A Sin To Read For Fun?"। Newsweek। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৯, ২০০৯ 
  78. Dorothy Pomerantz (আগস্ট ৫, ২০০৯)। "Hollywood's Top-Earning Women"। Forbes। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০০৯ 
  79. "The New Establishment 2009"Vanity Fair। সেপ্টেম্বর ১, ২০০৯। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২, ২০০৯ 
  80. Mandi Bierly (আগস্ট ৪, ২০০৯)। "'Twilight' author Stephenie Meyer featured in 'Female Force' comic"। Entertainment Weekly। আগস্ট ৭, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০০৯ 
  81. "Accomplished Women Entertainers"CEOWORLD magazine। মে ১৮, ২০১১। ১৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৭ 
  82. Liew, Jonathan (ডিসেম্বর ১৬, ২০০৯)। "Amazon: top 10 best-selling books of the decade"The Daily Telegraph। London। সংগ্রহের তারিখ মে ২৪, ২০১০ 
  83. Paige Dickerson (সেপ্টেম্বর ৬, ২০১০)। "Forks' Stephenie Meyer Day to celebrate 'Twilight' author's books"। Peninsula Daily News। সংগ্রহের তারিখ ২০১০-০৯-২৩ 
  84. Lev Grossman (এপ্রিল ২৪, ২০০৮)। "Stephenie Meyer: A New J.K. Rowling?"Time। মে ২৩, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১১(সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য)) 
  85. Brain Tuitt: It's good to be the King আর্কাইভইটে আর্কাইভকৃত ২২ অক্টোবর ২০১৪ তারিখে, page 7. USA Weekend, March 6–8, 2009.
  86. Stephen King says 'Twilight' author 'can't write', February 3, 2009
  87. Laura Miller (জুলাই ৩০, ২০০৮)। "Touched by a vampire"। salon.com। মার্চ ২৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩, ২০০৯ 
  88. Christine Seifert। "Bite Me! (Or Don't)"। bitchmagazine.org। জানুয়ারি ৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩, ২০০৯ 
  89. Natalie Wilson (নভেম্বর ১৭, ২০১১)। "Breaking Dawn: Part 1—An Anti-Abortion Message in a Bruised-Apple Package"। msmagazine.com। সংগ্রহের তারিখ নভেম্বর ২১, ২০১১ 
  90. "New Moon: The Story"। StephenieMeyer.com। নভেম্বর ৪, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৩, ২০০৮ 
  91. "'Twilight' author, Stephenie Meyer is America's JK Rowling"। London: The Independent। নভেম্বর ১৯, ২০০৯। মার্চ ১৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২১, ২০০৯ 
  92. Jeff Chew (সেপ্টেম্বর ১৮, ২০০৯)। "Twilight author a part-time resident of Peninsula on which her books are set"। Peninsula Daily News। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৮, ২০০৯ 
  93. "Breaking Dawn' author Stephenie Meyer discusses her new role as movie producer"csmonitor.com। নভেম্বর ৯, ২০১১। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৭, ২০১৪ 
  94. McNary, Dave (আগস্ট ১৩, ২০১৩)। "Q&A Stephenie Meyer: 'Twilight' Author Trades Undead for Well-Bred in 'Austenland'"। Variety। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৭, ২০১৪ 
  95. "Twilight' Author Stephenie Meyer To Produce 'Austenland' Film"। mtv। জুলাই ৬, ২০১১। সেপ্টেম্বর ৭, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৭, ২০১৪ 
  96. Vary, Adam (এপ্রিল ১৯, ২০১২)। "Stephenie Meyer on optioning suspense novel 'Down a Dark Hall': 'It gave me some serious nightmares'"Entertainment Weekly। এপ্রিল ২১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১২ 
  97. "Stephenie Meyer's vampire empire Stephenie Meyer | Cover Story | Books | Entertainment Weekly | 4"। Ew.com। অক্টোবর ২২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  98. "Twilight series offers young people a twist on vampire fiction – CBC Arts Books"। Cbc.ca। সেপ্টেম্বর ২৪, ২০০৭। মার্চ ৩১, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১০ 
  99. "The Q & A Session in Spain with the members of Crepusculo." 
  100. James Montgomery (আগস্ট ২৮, ২০০৮)। "'Twilight' Author Stephenie Meyer To Direct Vampire-Free Jack's Mannequin Video"। MTV। নভেম্বর ২৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৯, ২০০৮ 
  101. Jennifer Vineyard (সেপ্টেম্বর ৫, ২০০৮)। "'Twilight' Author Stephenie Meyer Tries To Drown Jack's Mannequin In 'Resolution' Video"। MTV। সেপ্টেম্বর ১২, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৯, ২০০৮ 
  102. Terri Schwartz (সেপ্টেম্বর ২, ২০০৯)। "'Twilight' Author Stephenie Meyer Gets Her Own Clothingline!"MTV। MTV Networks। সেপ্টেম্বর ৪, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩, ২০০৯ 
  103. Flood, Alison (মার্চ ৩০, ২০১০)। "Stephenie Meyer to publish new Twilight novella"। London: The Guardian। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০১০ 
  104. Debi Moore (মার্চ ৩০, ২০১০)। "New Twilight Novella Coming: The Short Second Life of Bree Tanner"DC। Dread Central। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০১০ 
  105. Stephenie Meyer (মার্চ ২৭, ২০০৯)। "March 27, 2008: Save the Book Babe!"। StephenieMeyer.com। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  106. PJ Standlee (এপ্রিল ৭, ২০০৯)। "Stephenie Meyer, J.S. Lewis and More Young Adult Authors Fight Cancer With Project Book Babe"Phoenix New Times। এপ্রিল ২৩, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০০৯ 
  107. "Stephenie Meyer to produce The Rook TV series - The Bookseller"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৯, ২০১৬ 
  108. CNN, Lisa Respers France। "'Twilight' author publishing thriller"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৯, ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]