ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয় দল | মার্কিন যুক্তরাষ্ট্র |
জন্ম | ১৬ জানুয়ারি ১৯৮১ |
ক্রীড়া | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ক্রীড়া | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
বিভাগ | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
সাফল্য ও খেতাব | |
প্যারালিম্পিক ফাইনাল | ২০০৭ গ্রীষ্মের প্যারালিম্পিক |
স্টেফানি হুইলার (ইংরেজি: Stephanie Wheeler; জন্ম: ১৬ জানুয়ারী ১৯৮১) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়। তিনি দু-দুটি প্যারা অলিম্পিক দলে ছিলেন যারা স্বর্ণ পদক জিতেছিলেন। এছাড়া, ২০০৭ সালের রিও ডি জেনিরোতে, প্যারা-প্যান-আমেরিকান গেমসে স্বর্ণ পদক বিজয়ী দলে খেলেছিলেন।[১] তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে ক্যানসিওলজি বিষয়ে ডিগ্রি অর্জন করছেন এবং আলাবামা বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া শিক্ষায় ওপর ডক্টরেট নিয়ে কাজ করছেন।[২] ২০১০ সালের হিসাবে তিনি ইলিনয় হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রধান দলের কোচ[৩] এবং ২০১৬ সালে রিওতে প্যারালিম্পিক গেমসে ফিরবেন কোচ হিসাবে।[৪]