স্বপন কুমার পতি | |
---|---|
জন্ম | পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ, ভারত | ৭ ডিসেম্বর ১৯৬৮
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | |
পরিচিতির কারণ | আণবিক সিস্টেমে বৈদ্যুতিন অপটিক্যাল এবং চৌম্বকীয় ঘটনা নিয়ে গবেষণা |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | |
প্রতিষ্ঠানসমূহ |
স্বপন কুমার পতি (জন্ম ১৯৬৮) একজন ভারতীয় কোয়ান্টাম রসায়নবিদ, জওহরলাল নেহরু উন্নত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের রসায়ন বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউটের কোয়ান্টাম থিওরি মলিকিউলেস টু মেটেরিয়াল গ্রুপের প্রধান।[১] তিনি আণবিক সিস্টেমে বৈদ্যুতিন অপটিক্যাল এবং চৌম্বকীয় ঘটনার উপর গবেষণার জন্য পরিচিত।[২] তিনি ভারতীয় বিজ্ঞান একাডেমি,[৩] ভারতের জাতীয় বিজ্ঞান একাডেমি [৪] এবং বিশ্ব বিজ্ঞান একাডেমির (ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স) নির্বাচিত ফেলো। [৫] বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত সরকারের শীর্ষস্থানীয় সংস্থা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, রাসায়নিক বিজ্ঞানে অবদানের জন্য ২০১০ সালে তাকে বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার প্রদান করে। [৬]
স্বপন কুমার পতি ৭ ডিসেম্বর, ১৯৬৮ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। [৭] তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেদিনীপুর কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। [৮] পরবর্তীকালে, তিনি ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের কঠিন অবস্থা ও গাঠনিক রসায়ন ইউনিটে ডক্টরাল স্টাডিজ অর্জনের জন্য বেঙ্গালুরুতে চলে যান[৯] এবং ডেভিসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল-উত্তর পড়াশোনা সম্পন্ন করেন। ভারতে ফিরে এসে তিনি জওহরলাল নেহরু উন্নত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের তত্ত্বীয় বিজ্ঞান ইউনিটে আনুষদ (অনুষদ সদস্য বা ফ্যাকাল্টি) হিসাবে যোগ দেন এবং সেখানে তিনি অধ্যাপক ও কোয়ান্টাম থিওরি মলিকিউলস টু মেটেরিয়ালস গ্রুপের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। [১]