স্বরূপ খান | |
---|---|
জন্ম | ৭ আগস্ট ১৯৯১ জয়সলমের, রাজস্থান, ভারত |
উদ্ভব | ভারতীয় |
ধরন | লোকসঙ্গীত ও লোরি |
পেশা | সঙ্গীতশিল্পী |
কার্যকাল | ২০০৮ - বর্তমান |
ওয়েবসাইট | http://swaroopkhan.in |
স্বরূপ খান একজন ভারতীয় সঙ্গীতশিল্পী। তিনি একজন লোক সঙ্গীত ও লোরি শিল্পী। তিনি পিকে চলচ্চিত্রে তার জনপ্রিয় গান "ঠারেকী ছোকরো" এবং পদ্মাবত চলচ্চিত্রে "ঘুমার" গানের জন্য পরিচিত। তিনি ইন্ডিয়ান আইডলেও অংশগ্রহণ করেছেন।[১][২][৩][৪][৫][৬]
স্বরূপ খান রাজস্থানি মাঙ্গনিয়ার জনগোষ্ঠীর সদস্য।
বছর | চলচ্চিত্র | গান |
---|---|---|
২০১০ | দ্য ফিল্ম ইমোশোনাল আট্যচার | ইমোশোনাল আট্যচার (মূল গান) |
২০১৪ | পিকে | ঠারেকী ছোকরো |
হাওয়া হায়াই | হাওয়া হায়াই | |
ফিল্মিস্থান | উড়ারি | |
২০১৬ | ধানাক | মেহেন্দী |
২০১৮ | মুক্কাবাজ | বহুত হুঁয়া সাম্মান |
পদ্মাবত | গুমার |