স্বাতী ঘাতে | |
---|---|
দেশ | ভারত |
জন্ম | ১৬ জানুয়ারি ১৯৮০ |
খেতাব | মহিলা গ্র্যান্ডমাস্টার (২০০৪) |
সর্বোচ্চ রেটিং | ২৩৮৫ (অক্টোবর ২০০৬) |
স্বাতি ঘাটে (মারাঠি: स्वाती घाटे; জন্ম ১৬ জানুয়ারি ১৯৮০) একজন ভারতীয় দাবাড়ু এবং একজন মহিলা গ্র্যান্ডমাস্টার।[১]
তিনি ২০০৬ সালের ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপেরও একজন বিজয়ী।