হর্নবিল (ধনেশ পক্ষী) উৎসব উত্তর-পূর্ব ভারত-এর নাগাল্যান্ডে প্রতিবছর ১-১০ ডিসেম্বরে উদ্যাপন করা এটি উৎসব৷[১] নাগাল্যান্ড রাজ্যে এই উৎসবকে মহোৎসব ('Festival of Festivals') বলেও আখ্যা দেওয়া হয়৷
নাগাল্যান্ড রাজ্য. বিপুলসংখ্যক নাগা জনজাতির বাসভূমি৷ এই প্রতিটি জনজাতির নিজস্ব উৎসব আছে৷ যেহেতু ৬০% এরও অধিক নাগা লোক কৃষির ওপর নির্ভরশীল, তাঁদের উদ্যাপন করা প্রায়ভাগ উৎসবই কৃষির সঙ্গে জড়িত৷[২] নাগাল্যান্ডের এই বিভিন্ন জনজাতির মধ্যে ভাববিনিময়ের বিকাশ এবং নাগাল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারের জন্য, নাগাল্যান্ড সরকার ২০০০ সাল থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহটিতে হর্নবিল উৎসব পালন করে আসছে৷[৩]
এই উৎসবক ভারতীয় ধনেশ পক্ষীর (Indian hornbill) নাম থেকে হর্নবিল উৎসব নামে অভিহিত করা হয়৷ ধনেশ পক্ষীর স্থান নাগা জনজাতিসমূহের সংস্কৃতি এবং লোকসাহিত্যে অতি গুরুত্বপূর্ণ৷
হর্নবিল উৎসব নাগাল্যান্ডের পর্যটন এবং শিল্পকলা এবং সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত করে৷ এই উৎসব সব নাগা জনজাতির শিল্পকলা-সংস্কৃতির একটা উৎসব উদ্যাপন করার এক প্রচেষ্টা৷ এই উৎসব সাধারণত প্রতিবছর ১-১০ ডিসেম্বর কোহিমায় অনুষ্ঠিত হয়৷[৩] উৎসবটির মূল স্থান কোহিমা শহর থেকে ১২ কিমি দূরত্বে অবস্থিত নাগা হেরিটেজ গ্রাম কিসামা (Kisama)৷ সব নাগা জনজাতিই এই উৎসবে অংশগ্রহণ করে৷[১]
উৎসবের দর্শকরা নাগা খাদ্য, সঙ্সঙ্গীত-নৃত্য এবং রীতি নীতিকে ধরে নাগা সংস্কৃতিকে কাছ থেকে জানার এবং অভিজ্ঞতা নেওয়ার এক সুযোগ লাভ করে৷ [৪]
এই উৎসবে জাঁকজমকের সাথে বিভিন্ন নৃত্য পরিবেশন, নাগা পারম্পরিক খেলধূলা, নাগা খাদ্যের পরিবেশন ইত্যাদি হয়৷ তাছাড়া পরম্পরাগত নাগা শিল্পকলা যেমন বিভিন্ন চিত্র, কাঠের কারুকার্য ইত্যাদির প্রদর্শনীও অনুষ্ঠিত হয়৷[৫]
এই উৎসবে পরম্পরাগত নাগা মরুংসমূহর (Naga Morungs) প্রদর্শন হয়৷ উৎসবটির বিশেষ আকর্ষণসমূহ হল শিল্পকলা এবং কারুকার্যর প্রদর্শনী, নাগা খাদ্যের ষ্টলসমূহ, ফুলের প্রদর্শনী, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন, ফ্যাশন শো, মিস নাগাল্যান্ড সুন্দরী প্রতিযোগিতা, পরম্পরাগত তীরন্দাজী (traditional archery), নাগা মল্লযুদ্ধ, পরম্পরাগত খেলাধুলা এবং সঙ্সঙ্গীত অনুষ্ঠানসমূহ৷[১][৬][৭]
এই উৎসব নাগাল্যান্ড রাজ্যের পর্যটনের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ এই উৎসব পর্যটকদের নাগা কৃষ্টি এবং সংস্কৃতির বিষয়ে জানার এবং অভিজ্ঞতা নেওয়ার সুবিধা দিয়ে আসছে৷[৬][৮]