হর্ষবর্ধন রানে | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | হর্ষ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৮-বর্তমান |
পরিচিতির কারণ | Sanam Teri Kasam |
পরিবার | বিবেক রানে (বাবা) , স্বর্ণরেখা রানে (মা), রোহিনী রানে (বোন) |
হর্ষবর্ধন রেন (জন্ম ১৬ ডিসেম্বর ১৯৮৩) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি তেলুগু সিনেমায় তাঁর কাজের জন্য পরিচিত। তিনি থাকিতা থাকিটা (২০১০), প্রেমা ইশক কাধাল (২০১৩) এবং অনামিকা (২০১৪) এর জন্য বেশি পরিচিত।[২][৩] ২০১৬ সালে, তিনি সানাম তেরি কছম এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। [৪]
হর্ষবর্ধন রাজাহমুন্দ্রি ( অন্ধ্র প্রদেশ ) তে জন্মগ্রহণ করেন এবং গোয়ালিয়ারে (মধ্য প্রদেশ) বেড়ে ওঠেন। তাঁর বাবা বিবেক রেন একজন চিকিৎসক ছিলেন । বাবা মা হায়দরাবাদে বাস করতেন। , এবং তাঁর দাদা সেনাবাহিনীতে একজন লেফটেন্যান্ট ছিলেন। তাঁর বোন রোহিনী মুম্বাইয়ে থাকে ।
হর্ষবর্ধন রেন প্যালিওলিথিক ডায়েট অনুসরণ করে।
কোর্স করার জন্য হর্ষ দিল্লির ভগত সিং কলেজে যোগ দেয়, কিন্তু পরে বাদ পড়ে যান। তিনি ব্যারি জন অ্যাক্টিং স্টুডিওতে প্রশিক্ষণ নেন এবং টেনেসি উইলিয়ামসের ভারতীয় রূপান্তরসহ কিছু কাজ করেন এবং হায়দরাবাদ-ভিত্তিক কিছু নাট্যদলে অভিনয় শুরু করেছিলেন। [৫] পরে, তিনি চলচ্চিত্র-ব্র্যান্ডিং এন্টারপ্রাইজে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন। তিনি সিনেমায় কাজ করতে চান। তারপরে তিনি মুম্বাই চলে আসেন। যেখানে তিনি ২০০৮ সালে এসএবি টিভিতে লেফট রাইট লেফট টিভি সিরিযে প্রথম সুযোগ পান।
২০১০ সালে তেলুগু ভাষা ঠাকিতা ঠাকিতার মাধ্যমে তিনি ফিচার ফিল্মে অভিনয় শুরু করেছিলেন। তারপরে তিনি না ইস্তাম এবং অবুনু তে কাজ করেন। পরের বছরগুলিতে, তিনি মনস্তাত্ত্বিক থ্রিলার মায়া এবং কৌতুক সিনেমা ব্রাদার অভ বোমালি সহ বেশ কয়েকটি তেলুগু ছবিতে অভিনয় করেন [৬] । তিনি ফিদা এবং বেঙ্গল টাইগারের মতো ছবিতেও ক্যামি হিসেবে হাজির হন। এর আগে সঞ্জয় লীলা বানসালির গোলিয়োন কি রাসলীলা রাম-লীলা (২০১৩) দিয়ে বলিউডে পা রাখার কথা ছিল, তবে এগারো মাসের চুক্তির প্রয়োজন হওয়ায় তিনি ছেড়ে দেন। রোম্যান্স চলচ্চিত্র, সানাম তেরি কছম দিয়ে তাঁর বলিউড অভিষেক হয়েছিল। [৭][৮] বিনয় সাপ্রু এবং রাধিকা রাও এটি রচনা ও পরিচালনা করেছিলেন এবং ইরোস ইন্টারন্যাশনাল ৫ ফেব্রুয়ারি ২০১৬তে প্রকাশ করে। তার পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিলো পল্টন এবং তার আসন্ন প্রকল্পটি হল তেলুগু চলচ্চিত্র ব্রুন্দাবনামিদি আন্দরাদি ।
২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে তিনি টাইমসের সর্বাধিক আকাঙ্ক্ষিত পুরুষদের মধ্যে ছিলেন [৯][১০][১১]
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায় |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১০ | ঠকিতা ঠকিতা | শ্রীধর | তেলুগু | |
২০১২ | না ইশত্ম | কিশোর | তেলুগু | |
Avunu | হর্ষ | তেলুগু | ||
২০১৩ | প্রেমা ইশক কদল | রন্ধির "র্যান্ডি" | তেলুগু | |
২০১৪ | অনামিকা | অজয় | তেলুগু | দ্বিভাষিক চলচ্চিত্র |
নে এঙ্গে এন আনবে | তামিল | |||
মায়া | সিদ্ধার্থ বর্মা | তেলুগু | ||
২০১৪ | বোমলির ভাই | হর্ষ | তেলুগু | |
২০১৫ | অবুনু ঘ | হর্ষ | তেলুগু | |
বেঙ্গল টাইগার | করণ | তেলুগু | ক্যামিওর উপস্থিতি | |
২০১৬ | সানাম তেরি কসম | ইন্দ্র লাল পরিহর | হিন্দি | বলিউডে আত্মপ্রকাশ |
২০১৭ | ফিদা | ভানুমাথির প্রতিবেশী / মামলাদার | তেলুগু | ক্যামিওর উপস্থিতি |
২০১৮ | পল্টন | মেজর হরভজন সিং | হিন্দি | |
২০১৮ | কাভাচাম | অরবিন্দ | তেলুগু | |
২০১৮ | ব্রুন্দাবনমাদি আন্দরাদি | ধাই | তেলুগু | চিত্রায়ন [১২] |
২০২০ | তেইশ | হিন্দি | চিত্রগ্রহণ [১৩] |
বছর | ক্রিয়া | পুরস্কার | কাজ | ফলাফল |
---|---|---|---|---|
২০১৭ | লায়ন্স সোনার পুরস্কার ২০১৬ | বছরের নতুন প্রতিভা | বিজয়ী[১৪] | |
২০১৭ | স্টারডাস্ট পুরস্কার ২০১৭ | সেরা আত্মপ্রকাশ পুরুষ | মনোনীত[১৫] |
<ref>
ট্যাগ বৈধ নয়; :0
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি