ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৪ ফেব্রুয়ারি ১৯৬৫ | ||
জন্ম স্থান | হাইডেলবের্ক, পশ্চিম জার্মানি | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা (প্রধান কোচ) | ||
যুব পর্যায় | |||
১৯৭১–১৯৭৬ | মুকেনলক | ||
১৯৭৬–১৯৮১ | নেকারগেমুন্ড | ||
১৯৮১–১৯৮৩ | জান্টহাউজেন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৮৩–১৯৮৫ | জান্টহাউজেন | ০ | (০) |
১৯৮৫–১৯৯০ | বায়ার্ন মিউনিখ | ১০৪ | (৫) |
১৯৯০–১৯৯৩ | কলন | ৪৪ | (১) |
১৯৯৪–২০০০ | ভিক্টোরিয়া বামামেন্টাল | ||
জাতীয় দল | |||
১৯৮৩ | জার্মানি অনূর্ধ্ব-১৮ | ২ | (০) |
পরিচালিত দল | |||
১৯৯৬–২০০০ | ভিক্টোরিয়া বামামেন্টাল | ||
২০০০–২০০৫ | ১৮৯৯ হফেনহাইম | ||
২০০৬ | রেড বুল জালৎসবুর্গ (সহকারী) | ||
২০০৬–২০১৪ | জার্মানি (সহকারী) | ||
২০১৯ | বায়ার্ন মিউনিখ (সহকারী) | ||
২০১৯–২০২১ | বায়ার্ন মিউনিখ | ||
২০২৪ | বার্সেলোনা | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
হান্স-ডিটার "হান্সি" ফ্লিক (জার্মান: Hans-Dieter Flick; জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৬৫; হান্সি ফ্লিক নামে পরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে লা লিগা ক্লাব বার্সেলোনার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় বায়ার্ন মিউনিখের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।
১৯৭১–৭২ মৌসুমে, জার্মান ফুটবল ক্লাব মুকেনলকের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফ্লিক ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে নেকারগেমুন্ড এবং জান্টহাউজেনের হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ১৯৮৩–৮৪ মৌসুমে, জান্টহাউজেনের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। জান্টহাউজেনের হয়ে ২ মৌসুম খেলার পর, তিনি বায়ার্ন মিউনিখে যোগদান করেন, যেখানে তিনি ১০৪ ম্যাচে ৫টি গোল করেছেন। বায়ার্ন মিউনিখে হয়ে ৫ মৌসুমে ৬টি শিরোপা জয়লাভ করেছেন। অতঃপর তিনি কলনে যোগদান করেন, যেখানে তিনি ৩ মৌসুমে ৪৪ ম্যাচে ১টি গোল করার পর, ভিক্টোরিয়া বামামেন্টালে যোগদান করেন, যেখানে তিনি ৭ মৌসুম অতিবাহিত করার পর তিনি অবসর গ্রহণ করেছেন।
১৯৮৩ সালে, ফ্লিক জার্মানি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে জার্মানির বয়স ভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি ২টি ম্যাচে অংশগ্রহণ করেছেন।
১৯৯৬ সালে, ফ্লিক ভিক্টোরিয়া বামামেন্টালের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন। ভিক্টোরিয়া বামামেন্টালে ৪ মৌসুমের জন্য ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি ১৮৯৯ হফেনহাইমে ম্যানেজার হিসেবে পুনরায় ফিরে আসেন; হফেনহাইমের হয়ে ম্যানেজার হিসেবে ৫ মৌসুম দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি রেড বুল জালৎসবুর্গ, জার্মানি এবং বায়ার্ন মিউনিখের হয়ে সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। জার্মানির হয়ে দায়িত্ব পালন করাকালীন তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী পদক জয়লাভ করেছিলেন। ২০১৯ সালের নভেম্বর মাসে, নিকো কোভাচের প্রস্থানের পর তিনি বায়ার্ন মিউনিখের ম্যানেজার হিসেবে নিযুক্ত হন, যেখানে তিনি বায়ার্ন মিউনিখকে ক্লাবের ইতিহাসে দ্বিতীয় মহাদেশীয় ট্রেবল জয়লাভ করতে সহায়তা করেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে দুই মৌসুমে তিনি সর্বমোট ৭টি শিরোপা জয়লাভ করেছেন। ২০২১ সালের আগস্ট মাসে, পূর্ববর্তী ম্যানেজার ইওয়াখিম ল্যোভের প্রস্থানের পর তিনি জার্মানি জাতীয় দলের ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছে।
ব্যক্তিগতভাবে, ফ্লিক বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি বর্ষসেরা জার্মান ফুটবল ম্যানেজার পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, খেলোয়াড় হিসেবে ফ্লিক সর্বমোট ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি বায়ার্ন মিউনিখের হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে, ম্যানেজার হিসেবে, তিনি ৮টি শিরোপা জয়লাভ করেছেন। তবে ১০ সেপ্টেম্বর ২০২৩ জাপানের কাছে ৪-১ ব্যবধানে লজ্জার পরাজয় এর পর ফ্লিককে জাতীয় দলের ম্যানেজার থেকে অপসারিত করা হয়েছে।
দল | যোগদান | প্রস্থান | রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | জয় % | সূত্র | |||
ভিক্টোরিয়া বামামেন্টাল[ক] | ১ জুলাই ১৯৯৬ | ৩০ জুন ২০০০ | ১২২ | ৪৪ | ৩৩ | ৪৫ | ২০৫ | ২১৮ | −১৩ | ৩৬.০৭ | [১][২][৩][৪] |
১৮৯৯ হফেনহাইম[ক] | ১ জুলাই ২০০ | ১৯ নভেম্বর ২০০৫ | ১৯৬ | ৮৮ | ৪৬ | ৬২ | ৩৪৫ | ২৬৩ | +৮২ | ৪৪.৯০ | [৫][৬][৭][৮][৯][১০] |
বায়ার্ন মিউনিখ | ৩ নভেম্বর ২০১৯ | ৩০ জুন ২০২১ | ৮৬ | ৭০ | ৯ | ৭ | ২৫৫ | ৮৫ | +১৭০ | ৮১.৪০ | [১১][১২] |
জার্মানি | ১ আগস্ট ২০২১ | বর্তমান | ৯ | ৮ | ১ | ০ | ৩৪ | ৩ | +৩১ | ৮৮.৮৯ | |
সর্বমোট | ৪১৩ | ২১০ | ৮৯ | ১১৪ | ৮৩৯ | ৫৬৯ | +২৭০ | ৫০.৮৫ |