হাবিব উমর বিন মুহাম্মদ বিন সালিম বিন হাফিজ | |
---|---|
عمر بن حفيظ | |
জন্ম | عمر ২৭ মে ১৯৬৩[১] |
জাতীয়তা | ইয়েমেনীয় |
নাগরিকত্ব | ইয়েমেনীয় |
পেশা | ইসলামি পণ্ডিত, শিক্ষক |
প্রতিষ্ঠান | দার আল-মুস্তফা |
পরিচিতির কারণ | দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন |
উপাধি | শায়খ |
পিতা-মাতা | মুহাম্মদ বিন সালিম বিন হাফিজ (পিতা) |
ওয়েবসাইট | www |
হাবিব উমর বিন হাফিজ (আরবি: عمر بن حفيظ, প্রতিবর্ণীকৃত: Ḥabīb Omar bin Ḥafīẓ; আরবি উচ্চারণ: [ħabiːb ʕumar bin ħafiːðˤ]; জন্ম ২৭ মে ১৯৬৩) একজন ইয়েমেনি সুন্নি সুফি[২] ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন। [২] তিনি আবুধাবিতে তাবাহ ফাউন্ডেশনের জন্য সুপ্রিম উপদেষ্টা কাউন্সিলের সদস্যও ছিলেন।